Sunday, August 24, 2025

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

Date:

Share post:

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ায় তাঁকে আক্রমণের পাল্টা মোক্ষম খোঁচা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, হিম্মত থাকলে তৃণমূল নেতাদের কালো পতাকা দেখান বঙ্গ বিজেপির ২১-এর নেতারা। বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

গতবারের বিধানসভা নির্বাচন থেকেই দিলীপকে কোণঠাসা করছেন বঙ্গ বিজেপির নব্য নেতৃত্ব। তাঁর কেন্দ্র থেকে সরিয়ে এনে এমন জায়গা থেকে দাঁড় করানো হল, যেখানে তিনি জিততে পারলেন না। এর পরেই দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের (Dilip Ghosh)। সম্প্রতি হঠাৎ খবর পাওয়া যায়, বিয়ে করছেন দিলীপ ঘোষ। সেই খবরও বিজেপির কেউ নন, দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন বিজেপি নেতা। সেই বিষয় নিয়ে দলবদলু বিজেপি (BJP) নেতৃত্ব তাঁকে কটাক্ষ করেন। কিন্তু সেই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন দিলীপ। বুধবারের পর থেকেই এই ধরনের আক্রমণের জবাব সোজাসুজি দিচ্ছেন তিনি।
আরও খবররুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

শনিবার, দিলীপ বলেন, এখন যাঁরা বিজেপিতে থেকে তাঁর সমালোচনা করছেন, তাঁরাই একসময় তৃণমূলের (TMC) হয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। বিজেপি নেতার কথায়, মুখ্যমন্ত্রীর সৌজন্যের সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন। এর পরেই তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছেন, তাঁরা সব ২১-এর বিজেপি। “এঁরা আজ বিজেপি-তে কাল তৃণমূলে। কিন্তু দিলীপ ঘোষ কখন বিজেপি ছাড়বে না। এঁরা একরাত কাটায় বিজেপির বাড়িতে, একরাত তৃণমূলের বাড়িতে।“ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “সবাই দিলীপ ঘোষকে ডাকে। সেই কারণেই যায়। এখানে গিয়েছি, ঠিক করেছি।“ বিজেপি নেতৃত্বকে বিঁধে তিনি বলেন, “এখন একটা ইস্যু চলছে দিলীপ ঘোষের বিরোধিতা। যাঁরা বিরোধীদলে থেকে আমার কিছু করতে পারেনি, তাঁরা বিজেপিতে থেকে আমার কী উপড়ে নেবে?“

spot_img

Related articles

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...