Wednesday, August 27, 2025

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

আমার কবিতা অসহায় যত
পাগলি মেয়ের প্রলাপ
আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ
আমার কবিতা মেধা পাটেকর
শাহবানু থেকে গঙ্গা
আমার কবিতা অলক্ষ্মীদের
বেঁচে থাকবার সংজ্ঞা ।
দ্রোহে-প্রেমে-প্রতিবাদে তুমুল জেগে থাকা মল্লিকা প্রতিনিয়ত জাগিয়ে রাখেন আমাদের ।
ভাষা মানে তুমি আমি
ভাষা মানে বাংলা
ভাষা মানে বরাকর
থেকে ভাতজাংলা
বাজারের দোকানের
রাস্তার এ ভাষা
কবিতার স্লোগানের
বচসার এ ভাষা …

এই ভাষাতেই মরমের কথা লিখে গেছেন ‘ সিন্ধুর মেয়ে ‘ মল্লিকা । শতাব্দীর পর শতাব্দী যায় না হয় পৃথিবী পারমাণবিক আমরা থাকব বাংলা ভাষায়।

বড়ো আদরে লেখা তাঁর
‘ কন্যাশ্লোক ‘ ।
… আমার দুর্গা আত্মরক্ষা
শরীর পুড়বে , মন না
আমার দুর্গা নারী গর্ভের
রক্তমাংস কন্যা । …

আকাঙ্খার চিনিচাঁপা গাছে পাতায় পাতায় উড়ে বেড়ায়
স্বপ্ন ।
কুড়ি বছর ফিরে
পেতাম যদি
নতুন করে সাজিয়ে
নিতাম ঘুঁটি
আমি তখন পঁচিশ বসন্তের
যেন ভিনাস সাগর
থেকে উঠি …
কুড়ি বছর ফিরে
পেতাম যদি
অন্য কোনও জীবন
বেছে নিতাম
ঘূর্ণি তুলে
হেঁটে যেতাম চাঁদে …

সোশিওলজির ছাত্রী । পরবর্তীতে অধ্যাপিকা । বিপুল পড়াশুনো । তাঁর কবিতার ইন্দ্রজাল অমোঘ ।
রান্নাঘর থেকে বেডরুম, বৈঠকখানা থেকে মেয়েদের মজলিশে হাসিকান্না ও হীরাপান্নায় বড়ো অনায়াস যাতায়াত মল্লিকা কবির জাদুসৃজনের।

… তোমার কাঁটা আমি শরীর পেতে নেবো শর্ত একটাই
বলার আছে
আমার ইচ্ছায় কখনও বাধা দিলে জলের মাছ আমি
ফিরবো জলে ।

মনস্বিনী , মেধাবী , প্রখর খরস্রোতা , বিদুষী ইত্যাদি প্রভৃতি বিশেষণে কিছুতেই ধরা যাবে না অন্তর্লীন মল্লিকাকে । এই ঋজুবাক দীপ্তসূর্য কবিকে নিয়ে বাংলা সাহিত্যের আরেক বিখ্যাত কবি চৈতালী চট্টোপাধ্যায় লেখেন , ‘ মল্লিকা বলবে , ‘ মেয়েদের মতো ভালোবাসা ছেলেরা শেখেনি । কথামানবী বিশ্বাস করে সে কথা । দেখুন , নর্মদাও মেয়ে আর মেধা পাটকরও মেয়ে । নর্মদাকে বাঁচানোর জন্য মেধার মতো আর তো কেউ করেনি । ‘অআকখ ঘষে আগুন জ্বালানোর মন্ত্র জানতেন অসামান্য মল্লিকা কবি ।

মাটি জল বায়ু অগ্নি
এবং মানুষ
ভারতবর্ষ তোমাকে
প্রণাম করেই
সেই ইতিহাসে
কোনঠাসা নারী আমরা
শুরু করলাম
কথামানবীর ভাষ্য ।

তিনি বলতেন , সারা পৃথিবীতে যত সবুজের আন্দোলন , পশুপাখি বাঁচাও আন্দোলন , অস্ত্রবিরোধী আন্দোলন, তার সিংহভাগ জুড়ে আছে মেয়েরা । আমরা মেয়েরা তো কোনোও দিন কুঠার হাতে নিয়ে গাছ কাটিনি । এ কে ফর্টিসেভেন বন্দুক হাতে নিয়ে গণহত্যায় মেতে উঠিনি , বীরত্বের দম্ভে ধরাকে সরা জ্ঞান করিনি , তাই আমরা ভালোবাসতে শিখেছি ।

মাত্র ২৩ বছর বয়সে প্রকাশিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ চল্লিশ চাঁদের আয়ু ‘ । তারপর একের পর এক কবিতা । কিন্তু তারপর ? মাত্র ৫১ আয়ুতে আমাদের স্তব্ধ করে দিয়ে অকাল নির্বাপন এই অগ্নিকবির । যত দিন যাচ্ছে আমাদের এই ছাতাপড়া প্রায় স্থবির সমাজে মল্লিকা সেনগুপ্তের ঘুম ভাঙানো কথাগুলো একইসঙ্গে তেতোকড়া স্বাদের মহার্ঘ্য ওষুধের মতো মূল্যবান হয়ে উঠছে ।

আরও পড়ুন- লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

_

 

_

 

_

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...