Wednesday, August 20, 2025

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

Date:

Share post:

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান করার নজির গড়লেন আন্দ্রে রাসেল(Andre Russell)। এছাড়াও ভাঙলেন রাহানের(Ajinkya Rahane) রেকর্ডও। রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন এই ক্যারিবিয়ান তারকা। আর তাতেই কার্যত রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স(KKR)। একইসঙ্গে ইডেনের মাটিতে এদিন একাধিক রেকর্ডেরও মালিক আন্দ্রে রাসেল(Andre Russell)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান পাওয়ার হাউজ।

বেশ কয়েকদিন ধরেই কেকেআর-কে নিয়ে নানান কথা চলছে। আসলে যে রাসেলকে দেখতে সকলে অভ্যস্ত, তাঁকে যেন চিনতে পারছিল না নাইট(KKR) সমর্থকরা। মাঠে প্রতিদিন তার খেলা দেখার আশায় এলেও রাসেলের ব্যাট থেকে সেই চেন্না চার ছয় যেন হারিয়ে গিয়েছিল। অবশেষে ঘরের মাঠেই নিজের চেনা ছন্দে ফিরলেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে নামার পর খানিক্ষণ অপেক্ষা। এরপরই ইডেনে শুরু রাসেল ঝড়।

২২ বলে অর্ধশতরান করে দলেরই অধিনায়ক অজিঙ্ক রাহানের এই মরসুমে কেকেআরের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেল। সেইসঙ্গেই এদিন আইপিএলের মঞ্চে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসাবে ২৫০০ রানের গন্ডীও টপকে গিয়েছেন। তাঁর গোটা ইনিংস জুড়ে এদিন শুধুই চার ও ছয়ের বন্যা।

আন্দ্রে রাসেলের ৫৭ রানের ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। হিসাব করলে দেখা যাচ্ছে ৫৭ রানের মধ্যে ৫২ রানই তিনি করেছেন চার ও ছয় হাঁকিয়ে। আর সেই থেকেই ইডেন জুড়়ে শুরু রাসেল রাসেল গর্জন। এদিনের ইডেন যে রাসেল ময় তা কার্যত বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...