ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

Date:

Share post:

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান করার নজির গড়লেন আন্দ্রে রাসেল(Andre Russell)। এছাড়াও ভাঙলেন রাহানের(Ajinkya Rahane) রেকর্ডও। রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধেই ফের একবার জ্বলে উঠলেন এই ক্যারিবিয়ান তারকা। আর তাতেই কার্যত রানের পাহাড়ে কলকাতা নাইট রাইডার্স(KKR)। একইসঙ্গে ইডেনের মাটিতে এদিন একাধিক রেকর্ডেরও মালিক আন্দ্রে রাসেল(Andre Russell)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান পাওয়ার হাউজ।

বেশ কয়েকদিন ধরেই কেকেআর-কে নিয়ে নানান কথা চলছে। আসলে যে রাসেলকে দেখতে সকলে অভ্যস্ত, তাঁকে যেন চিনতে পারছিল না নাইট(KKR) সমর্থকরা। মাঠে প্রতিদিন তার খেলা দেখার আশায় এলেও রাসেলের ব্যাট থেকে সেই চেন্না চার ছয় যেন হারিয়ে গিয়েছিল। অবশেষে ঘরের মাঠেই নিজের চেনা ছন্দে ফিরলেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে নামার পর খানিক্ষণ অপেক্ষা। এরপরই ইডেনে শুরু রাসেল ঝড়।

২২ বলে অর্ধশতরান করে দলেরই অধিনায়ক অজিঙ্ক রাহানের এই মরসুমে কেকেআরের হয়ে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড ভেঙে দিয়েছেন আন্দ্রে রাসেল। সেইসঙ্গেই এদিন আইপিএলের মঞ্চে দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার হিসাবে ২৫০০ রানের গন্ডীও টপকে গিয়েছেন। তাঁর গোটা ইনিংস জুড়ে এদিন শুধুই চার ও ছয়ের বন্যা।

আন্দ্রে রাসেলের ৫৭ রানের ইনিংসটি সাজানো ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। হিসাব করলে দেখা যাচ্ছে ৫৭ রানের মধ্যে ৫২ রানই তিনি করেছেন চার ও ছয় হাঁকিয়ে। আর সেই থেকেই ইডেন জুড়়ে শুরু রাসেল রাসেল গর্জন। এদিনের ইডেন যে রাসেল ময় তা কার্যত বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...