Friday, January 30, 2026

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

Date:

Share post:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার মুর্শিদাবাদ থেকে লেখা ওই চিঠিতে তিনি বাংলার শ্রমিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন।

মঙ্গলবার মুর্শিদাবাদের ছাবঘাটি এলাকায় জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সব রাজ্যকে বলি রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। রাজধর্ম পালন করতে হবে। বাংলার বাইরে ওড়িশা, বিহার, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশে বাংলায় কথা বললেই মারা হচ্ছে— এটা কেমন আচরণ?” মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার দেড় কোটি পরিযায়ী শ্রমিক যদি এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, তাহলে আমাদের শ্রমিকদের গায়ে হাত তোলা চলবে না।”

নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্রুত পদক্ষেপ নেন মুখ্যসচিব। তাঁর পাঠানো চিঠিতে মূলত ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে ঘটে চলা ঘটনার উল্লেখ রয়েছে। চিঠিতে জানানো হয়েছে, বাংলার শ্রমিকরা ওইসব রাজ্যে কাজ করতে গিয়ে শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন। পরিচয়পত্র দেখালেও অনেক সময় তাঁদের আটকে রাখা হচ্ছে, কাজ করতেও দেওয়া হচ্ছে না।

চিঠিতে মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, ভারতের সংবিধান অনুযায়ী, দেশের যেকোনো নাগরিকের যে কোনও প্রান্তে কাজ করার অধিকার আছে। পশ্চিমবঙ্গেও বহু ভিনরাজ্যের শ্রমিক এসে নিশ্চিন্তে কাজ করেন, তাঁদের কোনও বাধা দেওয়া হয় না। তাই বাংলার শ্রমিকদের সুরক্ষার দাবিতে কেন্দ্রের তৎপর হস্তক্ষেপ প্রয়োজন। এ প্রসঙ্গে পরিযায়ী উন্নয়ন কমিটিও বিষয়টি নজরে রেখেছে বলে জানানো হয়েছে। রাজ্যের তরফে এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

_

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...