উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

Date:

Share post:

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায় বুধবার সাড়ে বারোটা নাগাদ বিদ্যাসাগর ভবনে পরীক্ষার ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya)।ছাত্রদের পাশের হার ৯২.৩০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল। প্রাপ্ত নম্বর ৪৯৭। আজ দুপুর দুটো থেকে অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। পরীক্ষার্থীরা অবশ্য এদিন মার্কশিট হাতে পাবেন না, স্কুল থেকে তা সংগ্রহ করতে হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ মে। মার্কশিটে বিষয়ভিত্তিক নম্বরের পার্সেন্টেজ উল্লেখ করা থাকছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।

এই বছরই শেষ বার্ষিকভাবে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যোশাল মিডিয়ায় সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেন, ‘আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হল। পাশের হার ৯০.৭৯ শতাংশ। সকল ছাত্র-ছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই ভাবেই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখো এবং বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তোমাদের হাত ধরে আরো উজ্জ্বল হোক এই কামনা করি’।

আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে এবং সেই মতো ফল ঘোষণা হবে। এ বছর পরীক্ষা শুরু হয় ৩ মার্চ, শেষ হয়ে ১৮ মার্চ। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য এবারেও রয়েছে তৎকাল পরিষেবা । তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য আবেদন করা যাবে ৮ মে রাত ১২টা থেকে ১১মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সংসদ জানিয়েছে কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে এবার সেরা ফলাফল হয়েছে। যারা অকৃতকার্য হয়েছেন তারা চাইলে নতুন সেমিস্টার ব্যবস্থায় চলে আসতে পারবেন বুধবার থেকে সেই ব্যবস্থা চালু হচ্ছে।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...