Wednesday, December 3, 2025

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

Date:

Share post:

আভাসটা আগেই পাওয়া গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। আপাতত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল(IPL)। সম্প্রতি ভারত-পাক অশান্ত পরিবেশের জেরেই নিরাপত্তার খাতিরে আগে থেকেই ব্যাবস্থা নেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের(BCCI)। বৃহস্পতিবার পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালসের(DC) ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। অবশেষে শুক্রবার সকালেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল  ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত স্থগিত আইপিএল(IPL)। পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড(BCCI)।

গত বৃহস্পতিবার ধরমশালায় মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস(PBKS) এবং দিল্লি ক্যাপিটালস(DC)। কার্যত ফ্লাডলাইটের সমস্যার জন্যই প্রাথমিকভাবে ম্যাচ বন্ধ রাখা হয়। এরপরই অবশ্য সমর্থকদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফ্লাডলাইটের কারণ তো রয়েছেই। সেইসঙ্গে শোনাযাচ্ছে সেই সময় নাকি ধরমশালার কাছেই জম্মু ও পাঠানকোটেই ব্ল্যাক আউটের সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তাজনিত কারণেই নাকি তেমনটা করা হয়েছিল বলো শোনাযাচ্ছিল।

এমনকী আইপিএল(IPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুন ধুমাল পর্যন্ত মাঠে নেমে সমর্থকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করেন। সেখান থেকেই ক্রিকেটারদেরও অত্যন্ত সন্তর্পণে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ক্রিকেটারদেরও। শোনাযাচ্ছে তাদের নাকি বিশেষ ট্রেনে করেই পঞ্জাব থেকে ফেরানোর ব্যাবস্থা করা হয়েছে। এরপরই শুক্রবার বিশেষ বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা।

আইপিএল নিয়েই ছিল প্রধান আলোচনা। শেষপর্যন্ত আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। ধরমশালায় ৫৮ তম ম্যাচ খেলা হয়েছে। গ্রুপ পর্বের এখন আর ১২টি ম্যাচ বাকি রয়েছে। সেইসঙ্গে রয়েছে চারটি প্লেঅফ এবং একটি ফাইনালের ম্যাচ। তবে বাকি ম্যাচ কবে থেকে শুরু হবে তা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...