Saturday, January 17, 2026

দায়িত্বজ্ঞানহীন বক্তব্য: বিজেপি সাংসদ নিশাকান্তকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের জন্যই দেশে ‘সিভিল ওয়ার’ হবে! বিজেপি সাংসদের এই মন্তব্যকে কড়া জবাব সুপ্রিম কোর্টের (Supreme Court)। সাংসদ নিশিকান্ত দুবে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন। এমনকি নিছক প্রচার পাওয়ার জন্য এমন আচরণ করেছেন বলেও পর্যবেক্ষণে জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।

ওয়াকফ সংশোধনীর আইন সংক্রান্ত মামলা ও রাজ্যের বিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে অবমাননাকর বক্তব্য পেশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। তারই পাল্টা সুপ্রিম কোর্টে (Supreme Court) পর্যবেক্ষণ এই ধরনের মন্তব্যগুলি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ছিল এবং ভারতের সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের উপর অভিযোগ এনে দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা প্রতিফলিত হয়। এতে সাংবিধানিক আদালত, তার দায়িত্ব ও বাধ্যবাধকতা নিয়ে অজ্ঞতার পরিচয় দেয়। বিজেপির সাংসদ এর আগেও এই ধরনের অবমাননাকর মন্তব্য পেশ করেছেন, যা নিয়ে উদাসিনতাই দেখিয়েছে বিজেপি। এবার তারই ফল মিলল শীর্ষ আদালতে।

সেই সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আদালত এত পলকা স্থান নয়, যার প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস এই ধরনের বক্তব্যে ক্ষীণ হয়ে যেতে পারে। ফলে এই ধরনের বক্তব্যে কোনও অতিরিক্ত পদক্ষেপ নিতে চায়নি শীর্ষ আদালত।সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়, আদালত মুক্ত সংবাদ, বিচার বা বক্তব্যের পক্ষেই। কিন্তু যদি কোনও মন্তব্য পক্ষপাতমূলক বা সংকীর্ণ চিন্তাভাবনা থেকে করা হয়ে থাকে তবে মানুষ তা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...