Saturday, January 17, 2026

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

Date:

Share post:

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl) শেষ হতে পারে ৩০ মে। একটি সর্বভারতীয় সংস্থার খবর অনুযায়ী বোর্ড(bcci) সূত্র থেকে নাকি এমনটাই জানানো হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে আইপিএল। তবে সংঘর্ষ বিরতির পরই কার্যত আইপিএল শুরু করা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই।  ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলোকে ফিরে আসার বার্তাও দিয়ে দিয়েছে বোর্ড।

পঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আইপিএল নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। ধরমশালায় সেই ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ২৪ ঘন্টার মধ্যেই বৈঠকে বসে  আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। এরপর পরিস্থিতির দিকে নজর রাখার কথাই বলা হয়েছিল বোর্ড কর্তাদের তরফে।

এরপরই বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছিল। আইপিএলের ফের শুরু হওয়া নিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছিল। অবশেষে খানিকটা স্বস্তি। শোনাযাচ্ছে আগামী ১৬ কিংবা ১৭ মে থেকে ফের শুরু হয়ে যেতে পারে আইপিএল। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামী ১৩ মে-র মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে ফেরার কথা বলা হয়েছে।

অর্থাৎ আইপিএল যে ফের শুরু হতে চলেছে, বোর্ডের এই ইঙ্গিত থেকেই তা স্পষ্ট ছিল। অপেক্ষাটা ছিল শুধু দিন ঘোষণার। বোর্ডের এক সূত্র থেকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেই দিনও জানিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আগামী ১৬ মে ধরেই এগোচ্ছে বিসিসিআই। একান্তই যদি সেদিন না হয় তবে ১৭ মে থেকে শুরু হবে আইপিএলের বাকি ম্যাচ গুলো। তবে সূচী খানিকটা বদলাতে পারে। প্রতিযোগিতা শেষের দিনও ২৫ মে-র পরিবর্তে হতে চলেছেন ৩০ মে।

spot_img

Related articles

বেলডাঙার অশান্তিতে উস্কানি বিজেপি আর গদ্দারের! বিস্ফোরক অভিষেক, প্ররোচনায় পা না দেওয়ার আর্জি

বহরমপুরে রোড শো থেকে বেলডাঙার অশান্তি নিয়ে একতিরে বিজেপি ও হুমায়ুন কবীরকেও তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জমে যাওয়া লেকের উপর অ্যাডভেঞ্চার: অরুণাচলে তলিয়ে গেল ২ পর্যটক

বরফে জমে যাওয়া হ্রদের উপর অ্যাডভেঞ্চার করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখিন কেরালার একদল পর্যটক। প্রবল ঠাণ্ডায় অরুণাচলের সেলা...

অগ্নিগর্ভ ইরানের আসল পরিস্থিতি কী? ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয়রা

বিক্ষোভ শুরুর পর ইরান থেকে প্রথম বার ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল মাহান এয়ার ফ্লাইট W5-071। তারমধ্যে...

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার রাজনীতি বরাবর সৌজন্য শিখিয়েছে গোটা দেশকে। আজও তার ব্যতিক্রম হয় না। রাজনৈতিক ময়দানে একে অন্যের বিপক্ষে দাঁড়ালেও...