Thursday, May 15, 2025

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

Date:

Share post:

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তবে ২৫ নয় আইপিএল(Ipl) শেষ হতে পারে ৩০ মে। একটি সর্বভারতীয় সংস্থার খবর অনুযায়ী বোর্ড(bcci) সূত্র থেকে নাকি এমনটাই জানানো হয়েছে। আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে আইপিএল। তবে সংঘর্ষ বিরতির পরই কার্যত আইপিএল শুরু করা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিসিসিআই।  ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি গুলোকে ফিরে আসার বার্তাও দিয়ে দিয়েছে বোর্ড।

পঞ্জাব বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই আইপিএল নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। ধরমশালায় সেই ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। ২৪ ঘন্টার মধ্যেই বৈঠকে বসে  আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। এরপর পরিস্থিতির দিকে নজর রাখার কথাই বলা হয়েছিল বোর্ড কর্তাদের তরফে।

এরপরই বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছিল। আইপিএলের ফের শুরু হওয়া নিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছিল। অবশেষে খানিকটা স্বস্তি। শোনাযাচ্ছে আগামী ১৬ কিংবা ১৭ মে থেকে ফের শুরু হয়ে যেতে পারে আইপিএল। ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বোর্ডের তরফে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামী ১৩ মে-র মধ্যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে ফেরার কথা বলা হয়েছে।

অর্থাৎ আইপিএল যে ফের শুরু হতে চলেছে, বোর্ডের এই ইঙ্গিত থেকেই তা স্পষ্ট ছিল। অপেক্ষাটা ছিল শুধু দিন ঘোষণার। বোর্ডের এক সূত্র থেকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেই দিনও জানিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত আগামী ১৬ মে ধরেই এগোচ্ছে বিসিসিআই। একান্তই যদি সেদিন না হয় তবে ১৭ মে থেকে শুরু হবে আইপিএলের বাকি ম্যাচ গুলো। তবে সূচী খানিকটা বদলাতে পারে। প্রতিযোগিতা শেষের দিনও ২৫ মে-র পরিবর্তে হতে চলেছেন ৩০ মে।

spot_img

Related articles

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...

কাশ্মীরে ফের উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জইশ জঙ্গি

ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।...

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে...

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...