Tuesday, May 13, 2025

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা। আসাম(Assam) পুলিশ আজ, সোমবার এক মহিলা এবং তার প্রেমিককে তার ১০ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে। বালকটির বিকৃত দেহ রবিবার গুয়াহাটিতে(Guahati) একটি স্যুটকেসের ভিতরে পাওয়া গিয়েছিল। শহরের বাইরে একটি ঝোপে পরিত্যক্ত সুটকেসের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ এই মর্মে জানিয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে বছর দশেকের ওই বালক মায়ের সঙ্গেই থাকত। কিন্তু কিছুদিন ধরেই জিতুমনি হালোই নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় দীপালি নামে ওই মহিলার। প্রাথমিক তদন্তে অনুমান সেই প্রেমিকই শিশুটিকে খুন করেছেন। ছেলেটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শনিবার ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ পুলিশের কাছে দায়ের করেছিলেন তাঁর মা। তিনি জানিয়েছিলেন ছেলে এদিন পড়তে গিয়ে আর ঘরে ফেরেনি। এরপরেই তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গুয়াহাটি শহরের এক প্রান্তে রাস্তার ধারের একটি ঝোপে সুটকেস-বন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির স্কুলব্যাগটিও উদ্ধার করেছে। ঘটনার ক্রম পুনর্নির্মাণের জন্য উভয় অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, একটি ক্লিনিকে কর্মরত দীপালি প্রথমে দাবি করেছিলেন যে তার ছেলে নিখোঁজ হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছিলেন। তবে, তার বক্তব্যে অসঙ্গতি পুলিশের মনে সন্দেহের সৃষ্টি করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন তিনি। হত্যাকাণ্ডে ভূমিকা থাকতে পারে মনে করে বালকটির মাকেও আটক করা হয়েছে।

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...