স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন নাও শুনতে পারেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjeev Khanna)। কারণ, মঙ্গলবারই তিনি অবসর নেবেন। ফলে তাঁর বেঞ্চে মামলা ওঠার সম্ভাবনা প্রায় নেই। চাকরি বাতিল নিয়ে রায়ের পুনর্বিবেচনার রাজ্য ও এসএসসির রিভিউ পিটিশন নতুন বিচারপতি শুনবেন বলে মনে করা হচ্ছে। তবে কোন বেঞ্চে শুনানি হবে, তা এখনও নির্ধারিত হয়নি। বুধবার মামলাটি উঠতে পারে।

৩ এপ্রিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে শীর্ষ আদালত (Supreme Court)। চাকরি বাতিল নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ। চাকরি হারান ২৫ হাজার ৭৩৫। এর পরেই শীর্ষ আদালতের নির্দেশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তি মেলে অভিযোগ না থাকা শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু বাকিরা এখনও চাকরিহারা। ওই রায়ের পাল্টা রিভিউ পিটিশন করা হবে বলে জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই মতো ৩ মে পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য ও SSC। তবে সেই আবেদন এখনও গৃহীত হয়নি। এই অবস্থায় মঙ্গলবার শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতির কর্মজীবন। এই অল্প সময়ের মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনও সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন বলে মনে করছে না অনেকেই।
আরও খবর: দ্বিমুখী ধাক্কা! ষাঁড়ের গুঁতোয় চাঙ্গা শেয়ার বাজার

সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন শুনানির কয়েকটি ধাপ রয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে আর্জি জানানোর পরে তা সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায়। সেখানে মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেন বিচারপতি বা বিচারপতিরা। প্রয়োজনে তা নিয়ে বিচারপতির চেম্বারে শুনানিও হয়। সেখানে মামলা গৃহীত হলে তা শুনানির জন্য আদালতে যায়। এসএসসি মামলার ক্ষেত্রে এখন পুনর্বিবেচনার জন্য মামলাটি এখনও চেম্বারেই যায়নি।

–

–
–

–

–

–

–


–

–

–

–
