উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

Date:

Share post:

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে অভিযান চালান টাস্কফোর্সের সদস্যরা।

এইদিন তাঁরা কলকাতার উল্টোডাঙা পাইকারি বাজার পরিদর্শন করেন। শাকসবজি, চাল, মাছ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখেন তাঁরা। ক্রেতাদের সঙ্গে কথা বলেন সদস্যরা। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, পাইকারি বাজারে আপাতত জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিককালে চালের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা দিলেও এখন তা স্থিতিশীল। কোনও ক্রেতা এখনও পর্যন্ত অভিযোগ করেননি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এখন থেকে প্রতিদিনই কলকাতা ও জেলার বাজারগুলিতে নজরদারি চালাবেন টাস্কফোর্সের সদস্যরা। যুদ্ধের আবহে কোনও অসাধু চক্র যেন কৃত্রিমভাবে মূল্যবৃদ্ধি ঘটাতে না পারে, তা কঠোরভাবে দেখা হবে।

সোমবার উল্টোডাঙা বাজারে বিভিন্ন জিনিসপত্রের দর ছিল নিম্নরূপ:

• আলু: ২০-২৫ টাকা প্রতি কেজি

• পিঁয়াজ: ২৫-৩০ টাকা

• রসুন ও আদা: ১০০ টাকা

• টমেটো: ৩০ টাকা

• পটল: ২০ টাকা

• বেগুন: ৮০ টাকা

• উচ্ছে: ৬০ টাকা

• ঢেঁড়স: ৫০ টাকা

• রুই মাছ: ১৫০ টাকা

• কাতলা মাছ: ২০০ টাকা

• ইলিশ মাছ: ৮০০-১২০০ টাকা

• গলদা চিংড়ি: ১২০০-১৪০০ টাকা

• মুরগির ডিম: ৬ টাকা, হাঁসের ডিম: ১২ টাকা প্রতি পিস

রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান ও দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারে স্বাভাবিকতা বজায় রাখতে প্রশাসনের এই পদক্ষেপ স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন – ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...