ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় (Kolkata ) পেট্রোল ছিল ১০৫ টাকা ১ পয়সা, এখন থেকে বেড়ে হল ১০৫.৪১ টাকা। অর্থাৎ ৪০ পয়সা দাম বেড়েছে। পাশাপাশি ডিজেলের দাম আগে ছিল ৯১ টাকা ৮১ পয়সা। এখন হল ৯২ টাকা ১ পয়সা। রাজ্যের বিভিন্ন জায়গাতেই পেট্রোল এবং ডিজেলের আলাদা আলাদা ভাবে দাম বেড়েছে। ইতিমধ্যেই নতুন দাম কার্যকরী হয়েছে।

পেট্রোলের দাম:

- • আলিপুরদুয়ার- ১০৬ টাকা ৬৯ পয়সা
• বাঁকুড়া -১০৬ টাকা ৩২ পয়সা
• বীরভূম -১০৬ টাকা পাঁচ পয়সা
• কোচবিহার -১০৬ টাকা ৫২ পয়সা
বাঁকুড়ায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২ টাকা ৮৭ পয়সা। বীরভূমে ৯২.৪৭ টাকা, কোচবিহারে ৯২ টাকা ১১ পয়সা। দক্ষিণ দিনাজপুরে আবার ডিজেলের প্রতি লিটারের দাম ৯২ টাকা ১৮ পয়সায় দাঁড়িয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই ও বেঙ্গালুরুতে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

–

–
–

–

–

–

–


–

–

–

–

–
–