পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ করেছিল। পাক সরকার শহিদের মর্যাদা দিয়েছিল জঙ্গিদের। শুরু হয়েছিল মরাকান্না। তাদের জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। এবার শাহবাজ সরকারের ‘দরদ’ আরও একধাপ এগিয়ে গেল। ভারতীয় সেনার হাতে খতম জঙ্গিদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। শুধু তাই নয়, ভারতের হানায় ক্ষতিগ্রস্ত বাড়ি, দতফরগুলিও ফের তৈরি করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এরপরেও আইএমএফ তহবিল দেবে পাকিস্তানকে?

প্রধানমন্ত্রী শরিফ জানিয়েছেন, অপারেশন সিন্দুরে মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। জখমরা পাবেন ১০ থেকে ২০ লক্ষ টাকা। শুধু জয়েশ-ই-মহম্মদ প্রধান তথা আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহারকেই ১৪ কোটি টাকা দিতে চলেছে পাকিস্তান (Pakistan) সরকার। একইসঙ্গে জঙ্গিদের ক্ষতিগ্রস্ত বাড়ি, দফতরগুলিও আবার তৈরি করে দেওয়া হবে।

আরও পড়ুন- যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

ভারত অতীতেও বারবার বলেছে, প্রমাণও করেছে পাক সরকার, সেনা ও জঙ্গি সংগঠনগুলির সম্পর্কের কথা। কিন্তু, প্রত্যেকবার তা খারিজ করে চেনা ফর্মুলাতেই হেঁটেছে ইসলামাবাদ। কিন্তু, এবার যেভাবে নিহত জঙ্গিদের জন্য সরকার বিরাট অঙ্কের আর্থিক সাহায্য ঘোষণা করল, তাতে পাক সরকারের দ্বিচারিতা বেআব্রু হয়ে গেল।

পহেলগাঁও হামলার পাল্টা গত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছিল ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। এমনকি পাকিস্তানের কোনও পরিকাঠামোয় আঘাত করেনি ভারত।
_

_

_

_

_


_

_

_

_

_