Thursday, May 15, 2025

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু হল গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। অবন্তীপুরার ত্রাল এলাকায় ভোর থেকেই তল্লাশি অভিযানে নেমে পড়ে সেনা। শুরু হয় গুলির লড়াই। অভিযান শুরু হতেই নিরাপত্তা বাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীও পাল্টা জবাব দিতে শুরু করেছে।

কাশ্মীর জেলা পুলিশ জানিয়েছে, গুলির লড়াই চলছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলেছে পুরো এলাকা। নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে ত্রাল এলাকায় জইশ-এ-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের দু’-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই মতোই শুরু হয় এনকাউন্টার। গত ৪৮ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টার। উল্লেখ্য, মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। জম্মু ও কাশ্মীরের কুলগাঁও থেকে ওই অভিযান সরে আসে সোপিয়ানে। নিহত জঙ্গিরা লস্কর-এ-তৈবার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা যায়।

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। এখনও পর্যন্ত হত্যালীলায় জড়িত কোনও জঙ্গিকে ধরতে পারিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৬ মে রাতে ‘অপারেশন সিন্দুর’-এ ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়।

_

_

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...