Thursday, December 4, 2025

ঘেরাও অভিযানের নামে মারমুখী চাকরিহারা শিক্ষকরা! ভাঙল বিকাশ ভবনের গেট

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে এগোচ্ছে সরকার। কিন্তু তার পরেও বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার, বিকাশ ভবনের সামনে ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে শিক্ষকদের অধিকার মঞ্চ। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছেছেন বিধাননগরের পুলিশ কমিশনার ও অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনার। ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত।

মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court)। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এগোচ্ছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে উদ্যোগী মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষে থেকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আর্জি জানানো হয়েছে। তা সত্ত্বেও রাজ্যে বিক্ষোভে দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গত ৯দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন SSC ২০১৬ প্যানেলের চাকরিহারারা। এদিন আচমকা অভিযানের ডাক দেন তাঁরা। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। কিন্তু ব্যারিকেড ও গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরি প্রার্থীরা। তুমুল বিশৃঙ্খলা দেখা যায়।

ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে (Bikash Bhaban) গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তবে, বিষয়টিকে যথেষ্ট মননশীলতার সঙ্গে দেখেন তিনি। বলেন, এঁদের আবেগের কারণ আছে। তবে, মুখ্যমন্ত্রী এঁদের পাশে আছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

চাকরিহারাদের মারমুখী অভিযান ঘিরে বিকাশ ভবনের ভিতরে থাকা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধাননগর মপুলিশ কমিশনারেটের কমিশনার। আনা হয় আরও বিশাল পুলিশ বাহিনী। মিনিট তিরিশের পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও তীব্র উত্তেজনা রয়েছে।

spot_img

Related articles

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল, ফাইনালের আগে চিন্তা বাড়ালেন অস্কার

সুপার কাপ জয়ের দুয়ারে ইস্টবেঙ্গল(East Bengal)।   গোয়ায় সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল...

পাওয়ার কোচের প্রস্তাব শুনে হন অবাক, নতুন দায়িত্ব প্রসঙ্গে কী বলছেন রাসেল?

কয়েকদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল(Andre Russell)। তবে কেকেআর শিবিরে তাঁকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে।...