Thursday, December 18, 2025

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

Date:

Share post:

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা (Indian Army)।বুধবার মণিপুরের চান্দেলে অভিযান চালায় অসম রাইফেলসের সদস্যেরা। মায়ানমার সীমান্তে জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই। এলাকা ঘিরে ফেলতেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় জওয়ানরা। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও। চেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অসম রাইফেলসের পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে সোশাল মিডিয়া পোস্টে জঙ্গি দমন অভিযানের কথা উল্লেখ করে বলা হয়েছে, ১৪ মে বুধবার মনিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে অভিযানে নামে অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। এনকাউন্টারে ১০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।অন্যদিকে কাশ্মীরের অবন্তীপুরায় জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চলছে। সেখানে এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও তিনজন লুকিয়ে রয়েছে বলে, জানানো হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে।পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যাকাণ্ডের পর থেকেই জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্র। সেইমতো নিয়মিত অভিযান চালানো হচ্ছে জঙ্গিদের তল্লাশিতে।৮ মে থেকে দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলেও জঙ্গিদমন অভিযান শুরু হয়। গত সপ্তাহে মনিপুর থেকে গ্রেফতার করা হয় ১৩ জন জঙ্গিকে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...