Friday, November 14, 2025

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

Date:

Share post:

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha Jagannath Mandir)। এবার এক ডজন স্তম্ভে ৬৭২ বাতি(672 Lights) আরও সৌন্দর্য বাড়াবে জগন্নাথ মন্দিরের(Jagannath Mandir)। দিঘার জগন্নাথ মন্দিরের(Digha Jagannath Mandir) সঙ্গে ১২টি প্রদীপস্তম্ভ তৈরী হয়। সেই সব প্রদীপস্তম্ভে ৬৭২টি ধাতব বাতি লাগানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হিডকো। প্রতিটি প্রদীপস্তম্ভে ৫৬টি করে প্রদীপ জ্বলবে। ১২টি স্তম্ভে মোট ৬৭২টি মেটালিক ইলুমিনেটিং ল্যাম্প জ্বালানো হবে।

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপস্থিতিতে মন্দিরের দ্বারোদঘাটনের পর থেকে জগন্নাথধামে(Digha Jagannath Mandir) ঢল নেমেছে ভক্তদের। এবার সন্ধ্যার পর একসঙ্গে প্রদীপগুলো জ্বলে উঠবে। সন্ধ্যার পর মন্দিরের গর্ভগৃহ থেকে নাটমন্দির-সহ গোটা মন্দির চত্বর আলোর রোশনাইয়ে ঝলমল করে। এবার ৬৭২টি প্রদীপ(672 Lights) একসঙ্গে জ্বলে উঠলে মন্দিরের আকর্ষণ আরও অনেকটাই বেড়ে যাবে।

প্রসঙ্গত, মন্দিরের বাইরে নেচার পার্কেও জমছে জনসাধারণের ভিড়। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীদের জন্য এটা সুখবর। এরপরেও মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে সমস্ত প্রদীপস্তম্ভে ধাতব বাতি বসানো হচ্ছে। এছাড়াও মন্দিরের ভিতর বিদ্যুৎ বণ্টন সংস্থার ফিডার পিলার বক্স অন্য জায়গায় সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজো দেওয়ার জন্যে ডালা সাজানোর স্টল, চৈতন্য গেট এবং মাসির বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘ডালা আর্কেড’ থেকে জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা যাবে। দু’টি কমপ্লেক্সে মোট ৩৬টি স্টল তৈরি করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট দিঘার জগন্নাথ মন্দির।

spot_img

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...