ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয়(India Team) দল। এবার ভারতের ইয়ং ব্রিগেড নামবেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। তার আগেই মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গৌতম গম্ভীর। শোনাযাচ্ছে এই বৃ়হস্পতিবারই নাকি ভারতীয় দল গঠনের জন্য নির্বাচকদের(Team Selector) সঙ্গে বৈঠকে বসবেন গম্ভীর। তার আগেই ঈশ্বরের আশীর্বাদ নিলেন ভারতীয় দলের প্রধান কোচ।

কয়েকদিন আগেই ভারতের টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) ভারতীয় দলের যাত্রা শুরু হবে। সেখানে নেই বিরাট, রোহিতের মতো তারকা ক্রিকেটাররা। চ্যালেঞ্জটা অনেক কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেই চ্যালেঞ্জ জয়ের লড়াইয়ে নামার আগেই সিদ্ধি বিনায়কের সরণাপন্ন ভারতীয় দলের তারকা কোচ।

এই মুহূর্তে দল নির্বাচনের থেকেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অধিনায়ক বেছে নেওয়া হয়। রোহিত শর্মা ছেড়ে দিয়েছেন। সেই জায়গাতেই অধিনায়ক কে হবেন তা নিয়েই এখন জোর চর্চা। শোনাযাচ্ছে শুভমন গিল(Shubman Gill) এবং ঋষভ পন্থ(Rishabh Pant) নাকি এগিয়ে রয়েছেন দৌড়ে। এই সমস্ত নিয়েই নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন গৌতম গম্ভীর।

🙏 #ShreeSiddhivinayak pic.twitter.com/wa1ogQ8yy8
— Gautam Gambhir (@GautamGambhir) May 15, 2025
শুধুমাত্র তাই নয় বিরাট কোহলির(Virat Kohli) অনুপস্থিতিতে কোন ক্রিকেটারকে তাঁর ব্যাটিং পজিশনে খেলানো হবে তা নিয়েও নানান কথাবার্তা চলবে এই বৈঠকে। আইপিএল চলাকালীনই হয়ত ভারতীয় দল ঘোষণা হতে চলেছে। বৃহস্পতিবারই হয়ত সেই বৈঠকে বসবেন গৌতম গম্ভীর। তার আগেই সিদ্ধি বিনায়কের কাছে প্রার্থণা করলেন ভারতীয় দলের হেডস্যার।

–
–

–

–

–

–


–

–

–

–

–