সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায় দফায় বিকাশ ভবন (Bikash Bhavan) ঘেরাও করে উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা চাকরিহারাদের। বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও একই ছবি। পুলিশ শান্তভাবে সকলকে বোঝানোর চেষ্টা করলেও আন্দোলনকারীদের নিজেদের অবস্থান থেকে নড়ছেন না। এদিন বিকাশ ভবনের সামনে রাখা পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা। রাত থেকে একনাগাড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে চলেছেন শিক্ষকরা, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে ঘটনাস্থলে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রাখা রয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্সকে (RAF)। পুলিশ যথেষ্ট সংযতভাবে কথা বলে বোঝানোর চেষ্টা করলেও ক্রমাগত অসহযোগিতা করে চলেছেন আন্দোলনকারীরা। এইমুহূর্তে বিকাশ ভবনের সামনে গার্ড রেল ফেলে দিয়ে, রাস্তায় বসে পড়ে স্লোগান দিচ্ছেন চাকরিহারা শিক্ষক- অশিক্ষক কর্মীরা।

–

–

–

–

–
–

–

–

–

–

–

–

–

–

–

–