Wednesday, July 2, 2025

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

Date:

Share post:

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে বিজেপি নেতারা প্রাথমিকভাবে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় সেনা আধিকারিককে নিয়ে যে মন্তব্য করেছেন, তাঁরাই আরও দুই সেনা আধিকারিক সম্পর্কে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করতেন, আশঙ্কা প্রকাশ সমাজবাদী পার্টির (Samajwadi Party) জাতীয় সম্পাদক রাম গোপাল যাদব। আর বিজেপির এই মুখোশ খোলার পরই নিজেদের দোষ ঢাকতে পাল্টা মিথ্যা প্রচারে নেমেছে বিজেপি।

ভারতীয় সেনা আধিকারিক, যাঁদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গোটা দেশের কাছে প্রশংসা কুড়িয়েছেন, তাঁদেরই অসম্মানের পথে তাঁরই দলের নেতা। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে অসম্মান কর্ণেল সোফিয়া কুরেশিকে করা হয়েছে, তা যে সেখানেই থেমে থাকত না, তা স্পষ্ট করেছিলেন সমাজবাদী পার্টি নেতা রাম গোপাল যাদব। তিনি দাবি করেন, যে উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh) অপারেশন সিন্দুর পরবর্তীতে ভারতীয় সেনার প্রচার চালিয়েছিলেন, তিনি জাঠ (Jatab) সম্প্রদায়ের। এই কথা জানতে পারলে তাঁকে নিয়েও কটূ কথা বলতেন বিজেপি নেতারা, কটাক্ষ রাম গোপালের (Ram Gopal Yadav)।

শুধুমাত্র ব্যোমিকা নন, ভারতীয় বায়ুসেনার ডিজিএমও এ কে ভারতী সম্পর্কেও একই মন্তব্য করতে পারতেন বিজেপি নেতারা, দাবি রাম গোপালের। জাতিবিদ্বেষী বিজেপির শিকার হতে পারতেন পুর্নিয়ার যাদব সম্প্রদায়ের এ কে ভারতীও (DGMO A K Bharati), আশঙ্কা প্রকাশ করেন সমাজবাদী পার্টির নেতা।

তবে সমাজবাদী পার্টি (Samajwadi Party) নেতার এই মুখোশ খোলার বার্তায় কার্যত চাপে বিজেপি। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় বিজেপির তরফ থেকে পাল্টা সমাজবাদী পার্টির নেতাকেই দোষারোপের পালা। দাবি করা হয়, ভারতীয় সেনা আধিকারিকদের জাতি প্রকাশ করে রাম গোপাল যাদবই তাঁদের অসম্মান করেছেন। যদিও আদতে বিজেপির সেই অভিযোগ ধোপে টেকেনি।

spot_img

Related articles

সঙ্কটজনক সৌগত! জড়িয়ে যাচ্ছে কথা, চিন্তায় চিকিৎসকরা 

প্রবীণ সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার রাতের খবর অনুযায়ী, শিরদাঁড়ার নীচের ব‌্যাথায় কাতর তিনি।...

আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট শীঘ্রই

আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে পারে আগামী দু-এক দিনের মধ্যেই। আন্তর্জাতিক বেসামরিক...

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...