বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

Date:

Share post:

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই কালবৈশাখীর ঝড়-বৃষ্টি, বর্ষা (Monsoon season) আসার ইঙ্গিত দিচ্ছে। যদিও বৃষ্টির মরসুমের ইনিংস অফিশিয়ালি সপ্তাহ তিনেক বাকি, তবু আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুর্যোগ অতিবৃষ্টির। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বৈঠক হল নবান্নে (Nabanna)। শুক্রবার একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ (Manoj Panth)। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য সমন্বয়ে কাজ করার প্রসঙ্গও উঠে এল বৈঠকে।

প্রত্যেক বছর বর্ষার মরশুমে রাজ্যকে না জানিয়ে ডিভিসি (DVC) জল ছাড়ায় বন্যার আশঙ্কা এবং অভিযোগ ওঠে। নদী তীরবর্তী এলাকা বানভাসি হয়ে যাওয়ায় বিপর্যস্ত হয় জনজীবন। নবান্ন সূত্রে খবর, বৈঠকে সেচ দফতরের আধিকারিকদের ডিভিসি-র সঙ্গে সমন্বয় রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (Chief Secretary)। প্রত্যেক বছর মে-জুন মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে যায়। এবছর নিশ্চিত কোনও পূর্বাভাস না থাকলেও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে সব জেলার ডিএম-দের (DM) নির্দেশ দিয়েছেন মনোজ পন্থ। দুর্যোগ পরবর্তী সময়কালে ত্রাণ এবং সাহায্য বিলির ক্ষেত্রে যাতে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি না তৈরি হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। শুক্রবারের বৈঠকে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, আবহাওয়া অফিস এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের (SDRF) প্রতিনিধিরা। হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, চলতি বছরে স্বাভাবিক সময়ই রাজ্যে বর্ষা প্রবেশ করবে। সূত্রের খবর, বৈঠকে ভার্চুয়ালি যোগদানকারী জেলাশাসকদের বিভিন্ন আশ্রয় শিবিরগুলি দেখে সেখানে প্রয়োজনীয় ব‌্যবস্থা তৈরি রাখতে বলেও জানানো হয়েছে। দুর্যোগের পূর্বাভাস মিললে মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে।কোনও নৌকা যদি বিপদে পড়ে, দ্রুত তার অবস্থান জেনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সবমিলিয়ে আসন্ন বর্ষায় রাজ্যবাসীকে যাতে কোনও রকমের সমস্যায় না পড়তে হয় সেদিকে সজাগ দৃষ্টি নবান্নের।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...