পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের হাতে আটক থেকে সদ্য দেশে ফিরতে পেরেছেন হুগলির রিষড়ার জওয়ান পূর্ণম কুমার সাউ। তাঁদের সেই বীরত্বকে কুর্নিশ বাংলার শাসকদল তৃণমূলের। তাঁদের সম্মান জানাতে শুধুমাত্র রাজ্য নয়, অন্য রাজ্যগুলিতেও সাংগঠনিকভাবে সেনার প্রতি সম্মান দেখাতে শনিবার সেনা তর্পণ ও শহিদ সম্মানের আয়োজন করা হয়।

অসমের (Assam) কাছার জেলায় মিছিলের মাধ্যমে সেনার প্রতি সম্মান জানান তৃণমূল কর্মীরা। সেখানে মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev)। উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজেশ দেব। মিছিল থেকে এই পরিস্থিতিতে সেনার পাশে থাকার বার্তা দেওয়া হয়।

অসমের পাশাপাশি মিছিলের আয়োজন করা হয় ত্রিপুরা (Tripura) জেলাতেও। ত্রিপুরার আমবাসায় মিছিলের আয়োজন করেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ডাকে সাড়া দিয়ে জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেন আমবাসায় তৃণমূল কর্মীরা।

–

–

–
–

–

–

–

–

–

–

–
