একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর ছেলেকে। ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শনিবার গুজরাটের কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী বাচু খাবাদের পুত্র বলবন্ত খাবাদকে (Balwant Khawad) গ্রেফতার করেছে পুলিশ।

বাংলার প্রাপ্য বকেয়া আটকে রেখে ডাবল ইঞ্জিন রাজ্যে বছরের পর বছর টাকা বরাদ্দ করে চলেছে কেন্দ্র। এবার মোদি- শাহর রাজ্য গুজরাটেবড় দুর্নীতি প্রকাশ্যে। মনরেগার টাকা (MGNREGS funds ) নয়ছয় করার অভিযোগ। পুলিশ সূত্রে গেছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক জায়গায় একশো দিনের কাজে সে রাজ্যের ৭১ কোটি টাকা দুর্নীতি করেছেন মন্ত্রী পুত্র। চলতি বছরের ২৪ এপ্রিল একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের হয়।তদন্তে সামনে আসে বরাত না পাওয়া সত্বেও একাধিক জায়গায় বিভিন্ন জিনিস সরবরাহ করেছিল বলবন্তের সংস্থা। এর আগে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর শনিবার মন্ত্রীর ছেলে বলবন্ত ছাড়াও দাহোদ জেলার মহকুমা উন্নয়ন আধিকারিক দর্শন প্যাটেলকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আগাম জামিনের আবেদন করলেও পরে তা তুলে নেন। এই নিয়ে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো ৭। বিজেপি রাজ্যের দুর্নীতি ঘিরে সুর চড়িয়েছে বিরোধীরা।

–

–

–

–
–

–

–

–

–

–

–

–

–

–

–