টানা একঘণ্টা! রাজ্য সড়কের উপর ঠায় দাঁড়িয়ে ঝাড়গ্রামের (Jhargram) ত্রাস রামলাল। কোথা থেকে বিপুল পরিমাণ কাদা মেখে রবিবার ৫ নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে পড়ায় দীর্ঘক্ষণের জন্য থমকে গেল ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় যান চলাচল। শেষে বন দফতরের চেষ্টায় রামলালকে জঙ্গলে ফেরৎ পাঠানো হলে সচল হয় রাজ্য সড়ক (state highway)।

জঙ্গলমহলের রাস্তায় আচমকা হাতির দলের উপস্থিতি নতুন কিছু নয়। যে কোনও সড়কের উপর হাতির দলের আনাগোনায় সতর্কতার সঙ্গে যান চলাচলও বাধ্যতামূলক। তবে বিচ্ছিন্ন কোনও হাতি সড়কের উপর উঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কথা সাম্প্রতিক সময়ে মনে করতে পারছেন না স্থানীয়রা। তবে দলছুট রামলালের গতিবিধি এমনই, যা আগে থেকে কোনওভাবে অনুমান করা সম্ভব নয়, এমনটাও জানাচ্ছেন ঝাড়গ্রামের (Jhargram) মানুষ।

রবিবার সকালে গড় শালবনি এলাকায় ৫ নম্বর রাজ্য সড়কে (state highway) উঠে পড়ে রামলাল হাতিটি। প্রায় একঘণ্টা সেখানেই সেভাবে সে দাঁড়িয়ে থাকে। দুপাশের যানবাহনগুলি ঠায় অপেক্ষা করে। আর মানুষকে দুর্ভোগে ফেলে রামলাল যেন মজা দেখতে থাকে। শেষ বন দফতরের কর্মীরা তাকে পাশের একটি জঙ্গলে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। বন দফতরের অনুমান পাশের জঙ্গলে আগে থেকে দুটি হাতি থাকায় হয়তো রামলাল সেখানে যেতে চায়নি।

–

–

–
–

–

–

–

–

–

–

–
