Tuesday, August 26, 2025

বয়কট নয়, বললে নাম পাঠাতাম: প্রতিনিধি দল নিয়ে অবস্থান স্পষ্ট মমতার

Date:

Share post:

দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে আছে তৃণমূল (TMC)। কিন্তু প্রতিনিধি দলে রাজনৈতিক দলের কে থাকবেন, তা নিয়ে ওরা সিদ্ধান্ত নিয়ে পারে না। তা নিয়ে সিদ্ধান্ত নেবে সেই রাজনৈতিক দল। ওরা আমাদের বলল, আমরা নাম পাঠাতাম। বিদেশে কেন্দ্রীয় দলে প্রতিনিধি পাঠানো নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, নাম পাঠানোর জন্য কেন্দ্রের তরফ তাঁদের কাছে কোনও অনুরোধ আসেনি।

পহেলগাম হামালা ও পরবর্তী সংঘর্ষের প্রেক্ষিত পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সম্প্রতি সাংসদ ও আধিকারিক প্রতিনিধি দলের তালিকা পেশ করেছে কেন্দ্র। সেখানে একটি প্রতিনিধি দলে রাখা হয় তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম। কিন্তু পরে দলের তরফে থেকে জানানো হয়েছে ইউসুফ যাচ্ছেন না। এই বিষয়ে এদিন তৃণমূল সভানেত্রী বলেন, মাদার পার্টির কাছে এই প্রতিনিধি দলে নাম পাঠানোর বিষয়ে কেন্দ্রের তরফে কোনও অনুরোধ আসেনি।

উষ্মা প্রকাশ করে মমতা (Mamata Banerjee) বলেন, এখন তারা (কেন্দ্র) রাজনৈতিক দলকে না জানিয়ে সংসদীয় কমিটিতে জানাচ্ছে। এর পরেই তৃণমূল স্পষ্ট জানান, “তারা নিজেরাই সদস্যের নাম নির্ধারণ করতে পারে না। এটি তারা অনুমোদন করছেন না। কোন প্রতিনিধি যাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। যদি তারা অনুরোধ করে তবে মাদার পার্টি প্রথা অনুসারে সিদ্ধান্ত নেবে।” বলেন, “এখন এমন সিস্টেম হয়ে গিয়েছে যে কেন্দ্র দলকেই জানায় না। সংসদীয় দল শুধুমাত্র সংসদ অধিবেশনের সিদ্ধান্ত নিতে পারে, নীতি নির্ধারণ করতে পারে না।” মমতা জানান, “আমরা বয়কট করছি, এটা বলা ঠিক নয়। এটা ভুল। সংসদীয় দল সংসদের বিষয় নিয়ে আলোচনা করে, সিদ্ধান্ত নেয়। সেটাও দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। লোকসভা-রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনও জানানো হয় না। আমাদের জানালে অবশ্যই জানাব।”
আরও খবর: প্রতিনিধি দলে কে, একক সিদ্ধান্ত বিজেপি নিতে পারে না: দলের অবস্থান স্পষ্ট অভিষেকের

দেশের নিরাপত্তার বিষয়ে তাঁরা যে কেন্দ্রের পাশে আছেন, এদিন ফের বুঝিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। জানান, বিদেশ নীতির ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি। দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রকে সমর্থন করি। মুখ্যমন্ত্রীর কথায়, “কোনও আবেদন আসেনি আমাদের কাছে। যদি আমাদের কাছে আবেদন আসত, তবে আমরা অবশ্যই বিবেচনা করতাম। আমরা দেশের পাশে রয়েছি। আগেও বলেছি, বিদেশনীতিতে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। এখনও আমরা কেন্দ্রের দৃষ্টিভঙ্গি ও অ্যাকশনকে সমর্থন করছি। কিন্তু ওরা সদস্য নির্ধারণ করে দিতে পারে না। তারা নিজেদের সদস্য বাছাই করতে পারে, কিন্তু অন্য দলের সদস্য ঠিক করে দিতে পারে না। এটা দলের সিদ্ধান্ত। যদি আমায় অনুরোধ করে, তবে আমরা চিন্তাভাবনা করে নাম পাঠাব।”

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...