বর্ষার আগেই ঘূর্ণাবর্তের দাপটে নাজেহাল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে টানা তিন দিন বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরুসহ কর্নাটকের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কাজে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (disaster management department)। বাংলায় ঘূর্ণাবর্তের প্রভাব না থাকলেও প্রাক বর্ষার বৃষ্টি যে শুরু হয়েছে টের পাচ্ছে উত্তরবঙ্গ। একদিকে নিম্নমুখী পারদ, অন্যদিকে সোমবারও রাজ্যে থাকছে ঝড় বৃষ্টির সতর্কতা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বিপর্যস্ত বেঙ্গালুরু (Bengaluru) শ্রী সাই লেআউট, ট্রিনিটি লেআউট, রেনবো ড্রাইভ এলাকা। বিমানবন্দর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাতেও জল জমে ব্যাপক যানজট তৈরি হয়। শ্রী সাই লেআউট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্ধারের জন্য নামানো হয় বিপর্যায় মোকাবিলা বাহিনীকে (disaster management department)। নৌকায় উদ্ধার করা হয় অন্তত পঞ্চাশটি পরিবারকে।

রবিবার রাত পর্যন্ত কর্নাটকে যে বৃষ্টি হয় তাতেও বিপর্যয় কেটে যায়নি, এমন ইঙ্গিত আবহাওয়া দফতরের। এখনও বিস্তীর্ণ এলাকার জন্য বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, সমুদ্র তীরবর্তী কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকা।

অন্যদিকে বাংলার উত্তরের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার পর্যন্ত। এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর। দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গোটা সপ্তাহ জুড়ে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপমাত্রা কিছুটা কমবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

–
–

–
–

–

–

–

–

–
