Monday, May 19, 2025

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

Date:

Share post:

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে এসে প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে।

মোট ১০,৩০৪টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নির্ধারিত হয়েছিল এই প্রকল্পে। ইতিমধ্যেই ৫,০৬০টি ফ্ল্যাট সম্পূর্ণ হয়েছে এবং হস্তান্তরের জন্য প্রস্তুত। বাকি ৫,২৪৪টি ফ্ল্যাটের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আন্ডাল, দাসকেয়ারি (জেএল ০৩) ও বিজয়নগর-দাসকেয়ারি (জেএল ০২) — এই তিনটি ব্লকে। আন্ডালে ৫,৬০০টি ফ্ল্যাটের মধ্যে ৪,৩০০টির কাজ শেষ হয়েছে। বাকি ১,৩০০টি ফ্ল্যাট দুর্গাপুজোর আগেই প্রস্তুত হবে বলে দফতরের আশা। দাসকেয়ারি (জেএল ০৩) সাইটে ৬০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে, ১,২৭২টি নির্মাণাধীন। তবে সবচেয়ে ধীরগতির কাজ বিজয়নগর-দাসকেয়ারিতে (জেএল ০২), যেখানে ২,৬৭২টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ১৬০টি সম্পূর্ণ হয়েছে।

প্রতিটি ভবন চারতলা বিশিষ্ট, প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট — অর্থাৎ এক একটি ভবনে ১৬টি করে আবাস। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪০০ বর্গফুট। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৮ সালে, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে মাঝপথে দীর্ঘ সময় কাজ থমকে থাকে। ২০২১ সালের শেষ থেকে ফের কাজ শুরু হলে ধীরে ধীরে গতি বাড়ে।

এই প্রকল্প শেষ হলে গৃহায়ন দফতর তা হস্তান্তর করবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) হাতে। পরবর্তীতে প্রকৃত উপভোক্তাদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ ও হস্তান্তরের দায়িত্ব নেবে এডিডিএ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ আবাসনের সুযোগ দেওয়ার পাশাপাশি এই প্রকল্প রানিগঞ্জ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...

ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

বিরাট কোহলির(Virat Kohli) অবসরের সিদ্ধান্ত আগেই রবি শাস্ত্রীকে(Ravi Shastri) বিষ্মিত করেছিল। তখন অবশ্য কিছু বলেননি তিনি। অবশেষে প্রিয়...

স্বল্প সঞ্চয়ে সেরার শিরোপা হুগলির, লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ আদায়

স্বল্প সঞ্চয় প্রকল্পে আবারও নজরকাড়া সাফল্য বাংলার। যদিও কেন্দ্র এখনও ২০২৪-২৫ অর্থবর্ষের চূড়ান্ত রাজ্যভিত্তিক তালিকা প্রকাশ করেনি, তবে...