Sunday, August 24, 2025

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

Date:

Share post:

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে এসে প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে দফতর সূত্রে জানা গেছে।

মোট ১০,৩০৪টি ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নির্ধারিত হয়েছিল এই প্রকল্পে। ইতিমধ্যেই ৫,০৬০টি ফ্ল্যাট সম্পূর্ণ হয়েছে এবং হস্তান্তরের জন্য প্রস্তুত। বাকি ৫,২৪৪টি ফ্ল্যাটের নির্মাণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আন্ডাল, দাসকেয়ারি (জেএল ০৩) ও বিজয়নগর-দাসকেয়ারি (জেএল ০২) — এই তিনটি ব্লকে। আন্ডালে ৫,৬০০টি ফ্ল্যাটের মধ্যে ৪,৩০০টির কাজ শেষ হয়েছে। বাকি ১,৩০০টি ফ্ল্যাট দুর্গাপুজোর আগেই প্রস্তুত হবে বলে দফতরের আশা। দাসকেয়ারি (জেএল ০৩) সাইটে ৬০০টি ফ্ল্যাট তৈরি হয়েছে, ১,২৭২টি নির্মাণাধীন। তবে সবচেয়ে ধীরগতির কাজ বিজয়নগর-দাসকেয়ারিতে (জেএল ০২), যেখানে ২,৬৭২টি ফ্ল্যাটের মধ্যে মাত্র ১৬০টি সম্পূর্ণ হয়েছে।

প্রতিটি ভবন চারতলা বিশিষ্ট, প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট — অর্থাৎ এক একটি ভবনে ১৬টি করে আবাস। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪০০ বর্গফুট। প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৮ সালে, কিন্তু কোভিড-১৯ অতিমারির কারণে মাঝপথে দীর্ঘ সময় কাজ থমকে থাকে। ২০২১ সালের শেষ থেকে ফের কাজ শুরু হলে ধীরে ধীরে গতি বাড়ে।

এই প্রকল্প শেষ হলে গৃহায়ন দফতর তা হস্তান্তর করবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) হাতে। পরবর্তীতে প্রকৃত উপভোক্তাদের মধ্যে ফ্ল্যাট বরাদ্দ ও হস্তান্তরের দায়িত্ব নেবে এডিডিএ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ আবাসনের সুযোগ দেওয়ার পাশাপাশি এই প্রকল্প রানিগঞ্জ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – ইংল্যান্ড সফরে বিরাটকে অধিনায়ক দেখতে চেয়েছিলেন শাস্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...