Tuesday, May 20, 2025

প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ের আগেই মুম্বই শিবিরে জনি বেয়ারস্টো

Date:

Share post:

প্লেঅফের আগে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) শিবিরে তিন বদল। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) এবার দলে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ জিততে পারলেই প্লেঅফে জায়গা পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। তার আগেই তাদের দলে তারকা ব্রিটিশ ক্রিকেটার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে জনি বেয়ারস্টো(Jonny Bairstow) নিজেই তাঁর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। তিনি ছাড়াও অবশ্য আরও দুজনকে দলে নিয়েছে মুম্বই ইন্ডয়ান্স(Mumbai Indians)।

স্থগিতের পর ফের আইপিএল(IPL) শুরু হলে বিসিসিআইয়ের(BCCI) তরফে নতুন নিয়ম শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে অনেক বিদেশি ক্রিকেটাররাই আসেননি। এছাড়াও দেশের হয়ে খেলার জন্য অনেকে চলেও যাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ফিরে গিয়েছেন উইল জ্যাকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন তিনি। সেই জায়গাতেই জনি বেয়ারস্টোকে(Jonny Bairstow) দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জার্সিতে নামার জন্য মুখিয়ে রয়েছেন বেয়ারস্টো।

জনি বেয়ারস্টো সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, “মুম্বই ইন্ডিয়ান্সে আমি যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ধন্যবাদ আমার কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারকে। তারা আমাকে যোগ দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। এখন শুধুই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছি”।

চলতি মরসুমে বেশ ভালো ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছেন জনি বেয়ারস্টো। এবারের কাউন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কাউন্টি ক্রিকেটের মঞ্চে ১২ ম্যাচে ৫২৫ রান করে ফেলেছেন জনি বেয়ারস্টো। সেই পারফরম্যান্স দেখেই যে এই তারকা ক্রিকেটারকে ৫.২৫ কোটি টাকায় দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

শুধুমাত্র এই একজনই নন। প্লেঅফে পৌঁছনোর লড়াইয়ে নামার আগে আরও দুই ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটনের পরিবর্তে রিচার্ড গ্লিসনকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে চরিথ আসালঙ্কাকে বেস প্রাইজ ৭৫ লক্ষ টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের পরেই। লড়াইটা কঠিন হলেও, মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচ জিতেই প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলবে মুম্বই ইন্ডিয়ান্স।

spot_img

Related articles

জম্মু ও কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন: তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

পাক হামলায় বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এলাকা পরিদর্শন করে স্থানীয়দের...

সাঁতরাগাছি স্টেশনে সিগন্যাল বিভ্রাট, হাওড়া স্টেশনে আটকে কয়েক হাজার যাত্রী

পরিষেবার নামের ছেলেখেলা দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern railway)। সিগন্যাল বিভ্রাটের জেরে ফের সমস্যায় যাত্রীরা। এবার সাঁতরাগাছি স্টেশনে (Santragachi...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন তৃণমূল সভানেত্রী

মাদার পার্টিকে না জানিয়েই প্রতিনিধি বেছেছে কেন্দ্র। পাক বিরোধী প্রচারে ৩২ দেশে যাওয়ার জন্য সাংসদ ও আধিকারিক প্রতিনিধি...

ওয়াঘা সীমান্তে শুরু হচ্ছে বিটিং দ্য রিট্রিট: মিলবে না দুপক্ষের হাত

পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত অশান্তির আবহে ভারত-পাকিস্তান সীমান্তে পঞ্জাবের তিন জায়গায় বন্ধ রাখা হয়েছিল দুতরফের সেনা সৌজন্যের বিটিং দ্য...