Thursday, August 21, 2025

বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সক্রিয় টাস্ক ফোর্স, অভিযান মানিকতলা ও বাগমারী বাজারে 

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন চালাচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স। মাছ, সবজি, ডিম, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর নজরদারির লক্ষ্যে মঙ্গলবার মানিকতলা ও বাগমারী বাজারে যৌথ অভিযান চালান টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

পরিদর্শনের সময় ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে পণ্যের দাম ও ওজন নিয়ে আলোচনা করেন আধিকারিকরা। টাস্ক ফোর্সের সদস্যদের পর্যবেক্ষণ অনুযায়ী, পরিদর্শনের সময়ে বিক্রেতারা নির্দিষ্ট একদাম বললেও, পরে সেই দাম বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই অনিয়ম রুখতেই প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান, আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বাজারে দাম বাড়লেও রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে, মূল্যবৃদ্ধি যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়। সেই কারণেই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। আর এক সদস্য কমল দে বলেন, “এই অভিযান কোনও বিক্রেতাকে চাপে ফেলার জন্য নয়, বরং বাজারে স্বাভাবিক ও যুক্তিসঙ্গত দাম বজায় রাখার জন্যই এই তৎপরতা।”

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক জানান, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও সমিতির যৌথ উদ্যোগে বাজারে নিয়মিত তদারকি হয়। এর ফলে মানিকতলা বাজারে তুলনামূলকভাবে দাম স্থিতিশীল থাকে। এদিন মানিকতলা বাজার পরিদর্শনের পর টাস্ক ফোর্সের দল বাগমারী বাজারেও যান। সেখানেও পণ্যের দাম ও বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন এবং কেউ যেন অযৌক্তিক মুনাফা না করতে পারেন।

আরও পড়ুন – জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...