বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ফের নারী হেনস্থা। উত্তরপ্রদেশের আল্লাপুর (Allapur, UP) এলাকায় ভুট্টার ক্ষেত্রীকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হতেই প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তা। পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ (Rape) করে খুন করা হয়েছে ওই আশাকর্মীকে। মহিলার আনুমানিক বয়স ৪০ বছর। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আল্লাপুর পুলিশের (Allapur Police) তরফে জানা গেছে, সোমবার বিকেলের দিকে নির্যাতিতা তবে গ্রামে গিয়েছিলেন তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। অবশেষে রাতে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তিনি জমি জমা সংক্রান্ত একটি মামলায় জড়িত ছিলেন বলে জানা যায়। সেই কারণেই তাঁকে ধর্ষণ করে খুন করা হলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মোদি সরকারের রাজত্বকালে বারবার ধর্ষণের ঘটনায় শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। বিজেপি উচ্চ নেতৃত্ব মুখে যতই নারী নিরাপত্তার বুলি আওড়ে যান, পদ্মরাজ্যে যে মহিলারা কোনভাবেই সুরক্ষিত নন উত্তরপ্রদেশের এই ঘটনা ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–