Wednesday, May 21, 2025

বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে রওনা অভিষেকের

Date:

Share post:

ভারতীয় সেনার ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) ও পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াই সম্পর্কে গোটা বিশ্বকে জানাতে বুধবার রওনা হল সর্বদলীয় প্রতিনিধিদল। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবেন প্রতিনিধিরা। এই দলে রয়েছেন রাষ্ট্রদূত মোহন কুমার, তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বিজেপি সাংসদ ব্রিজ লাল, অপরাজিতা সারনাগি, প্রদান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা, সিপিআইএম সাংসদ জন ব্রিটাস। বিশ্বের নানান প্রান্তে গিয়ে ভারত-বিরোধী জঙ্গি মদতকারী পাকিস্তানের মুখোশ খুলে দেবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

পহেলগাম হামলার প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের (POK ) একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে শাহবাজ শরিফের দেশের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি বরং বেছে বেছে জঙ্গিদের নিশানা করা হয়েছে। অথচ পাকিস্তান ভারতের সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছে। সন্ত্রাসে মদতকারী এই দেশের মুখোশ খুলে দিতে এবার ভারতের প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ বরাবরই বলেছেন, দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রাধান্য দিতে হবে। মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করে প্রতিনিধি দলের সদস্যের কথা বললে, বাংলার মুখ্যমন্ত্রী অভিষেকের নাম প্রস্তাব করেন। সেই মতো এদিন সাতসকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন। এয়ারপোর্টে অবশ্য কিছু বলতে চাননি অভিষেক। ঘড়ি দেখিয়ে বুঝিয়ে দেন ফ্লাইটের সময় হয়ে গেছে। আগামী কয়েকদিন ধরে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়াতে সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন অভিষেকসহ সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা।

 

spot_img

Related articles

রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশ-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যেন জঙ্গিরা রাজ্যে ঢুকতে না পারে। বুধবার, উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায়...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২১ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬০ ₹ ৯৩৬০০ ₹খুচরো পাকা সোনা ৯৪০৫ ₹ ৯৪০৫০...

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...