Tuesday, January 13, 2026

খতম মাও সাধারণ সম্পাদক! ছত্তিশগড়ে একসঙ্গে নিকেশ ২৬ মাওবাদী

Date:

Share post:

ছত্তিশগড়ে যৌথবাহিনীর চাপে কোণঠাসা মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব। বুধবার ভোরে ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে এবার মাওবাদীদের সাধারণ সম্পাদক (General Secretary) নাম্বালা কেশব রাও-এর মৃত্যুর সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিজাপুর সীমান্তে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদীর (Maoist) দেহ উদ্ধারের দাবি যৌথ বাহিনীর। চলছে সেই দেহ সনাক্তকরণের কাজ।

অপারেশন ব্ল্যাক ফরেস্টের (Operation Black Forest) মধ্যে দিয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রাজ্যগুলিতে মাও-বিরোধী কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে মাওবাদীদের কোণঠাসা করার কাজ অনেকাংশে করে ফেলেছে। সেই মতো বিজাপুর-নারায়ণপুর সীমান্তে মাওবাদী বিরোধী অভিযান শুরু হয় বুধবার ভোরে। সেই অভিযানে ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের (DRG) কর্মীরা নায়ারণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর, কোন্দাগাঁও এলাকা তল্লাশি ও নিধন চালানো হয়। বুধবার বেলায় ওই এলাকা থেকে ২৬ মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে দাবি নারায়ণপুর পুলিশ সুপারের।

ফের একবার মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। তবে বুধবারের সাফল্যকে অনেক বড় মাত্রা দেওয়া হয়েছে, কারণ দাবি করা হচ্ছে এই অভিযানে একাধিক শীর্ষ মাও-নেতার মৃত্যু হয়েছে বলে। তার মধ্যে অন্যতম নাম্বালা কেশব রাও ওরফে বসোয়া রাজু। তিনি সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক (General Secretary)। ছত্তিশগড় পুলিশের তরফ থেকে তাঁর মৃত্যু নিশ্চিত না করা হলেও তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই কেশব রাও ২০১৭ সাল থেকে গোটা দেশের মাও অভিযানকে নেতৃত্ব দিতেন। মাও অভিযানের বহু অপারেশনের মাস্টার মাইন্ড এই কেশব রাও বলেই দাবি গোয়েন্দাদের। ৬৭ বছরেও কেশব ছিল স্থানীয় এলাকায় ত্রাসের কারণ। তার মাথার দাম ১ কোটি টাকা ধার্য করা ছিল। প্রাথমিকভাবে তার দেহ সনাক্ত করে মাওবাদী সাধারণ সম্পাদকের মৃত্যু নিশ্চিত করার অপেক্ষা ছত্তিশগড় পুলিশের।

spot_img

Related articles

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...

পলাশ-পর্ব অতীত, সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে স্মৃতির ফ্যাশনিস্তা ছবি 

২০২৫ সালটা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জীবনে চির স্মরণীয় হয়ে থেকে যাবে। তিনি হয়তো চাইলেও কোনদিন এই বছরটাকে...

১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

বন্ধ হচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা। গিগ কর্মীদের নিরাপত্তা (Gig worker safty) নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার (Central...

ইরানে হামলা করতে চলেছে আমেরিকা! মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বাড়ছে জল্পনা 

অশান্ত ইরানের (Iran) নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ এসেছে আমেরিকা থেকে। কিন্তু কেন? তাহলে কি শুল্ক নিয়ে বড় ঘোষণার...