Wednesday, May 21, 2025

খতম মাও সাধারণ সম্পাদক! ছত্তিশগড়ে একসঙ্গে নিকেশ ২৬ মাওবাদী

Date:

Share post:

ছত্তিশগড়ে যৌথবাহিনীর চাপে কোণঠাসা মাওবাদীদের শীর্ষ নেতৃত্ব। বুধবার ভোরে ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযানে এবার মাওবাদীদের সাধারণ সম্পাদক (General Secretary) নাম্বালা কেশব রাও-এর মৃত্যুর সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিজাপুর সীমান্তে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদীর (Maoist) দেহ উদ্ধারের দাবি যৌথ বাহিনীর। চলছে সেই দেহ সনাক্তকরণের কাজ।

অপারেশন ব্ল্যাক ফরেস্টের (Operation Black Forest) মধ্যে দিয়ে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রাজ্যগুলিতে মাও-বিরোধী কিছু নির্দিষ্ট এলাকার মধ্যে মাওবাদীদের কোণঠাসা করার কাজ অনেকাংশে করে ফেলেছে। সেই মতো বিজাপুর-নারায়ণপুর সীমান্তে মাওবাদী বিরোধী অভিযান শুরু হয় বুধবার ভোরে। সেই অভিযানে ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের (DRG) কর্মীরা নায়ারণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর, কোন্দাগাঁও এলাকা তল্লাশি ও নিধন চালানো হয়। বুধবার বেলায় ওই এলাকা থেকে ২৬ মাওবাদীর দেহ উদ্ধার হয় বলে দাবি নারায়ণপুর পুলিশ সুপারের।

ফের একবার মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। তবে বুধবারের সাফল্যকে অনেক বড় মাত্রা দেওয়া হয়েছে, কারণ দাবি করা হচ্ছে এই অভিযানে একাধিক শীর্ষ মাও-নেতার মৃত্যু হয়েছে বলে। তার মধ্যে অন্যতম নাম্বালা কেশব রাও ওরফে বসোয়া রাজু। তিনি সিপিআই (মাওবাদী) সাধারণ সম্পাদক (General Secretary)। ছত্তিশগড় পুলিশের তরফ থেকে তাঁর মৃত্যু নিশ্চিত না করা হলেও তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই কেশব রাও ২০১৭ সাল থেকে গোটা দেশের মাও অভিযানকে নেতৃত্ব দিতেন। মাও অভিযানের বহু অপারেশনের মাস্টার মাইন্ড এই কেশব রাও বলেই দাবি গোয়েন্দাদের। ৬৭ বছরেও কেশব ছিল স্থানীয় এলাকায় ত্রাসের কারণ। তার মাথার দাম ১ কোটি টাকা ধার্য করা ছিল। প্রাথমিকভাবে তার দেহ সনাক্ত করে মাওবাদী সাধারণ সম্পাদকের মৃত্যু নিশ্চিত করার অপেক্ষা ছত্তিশগড় পুলিশের।

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে রওনা অভিষেকের

ভারতীয় সেনার 'অপারেশন সিন্দুর' (Operation Sindoor) ও পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের লড়াই সম্পর্কে গোটা বিশ্বকে জানাতে বুধবার রওনা...

রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, পুলিশ-প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যেন জঙ্গিরা রাজ্যে ঢুকতে না পারে। বুধবার, উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায়...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২১ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৬০ ₹ ৯৩৬০০ ₹খুচরো পাকা সোনা ৯৪০৫ ₹ ৯৪০৫০...

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...