ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার তিন জায়গায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিন গণেশ টকিজ এলাকায় কমল সিং নামের এক বিজেপি কর্মীর (BJP worker Kamal Singh) বাড়িতে তল্লাশি চালানো হয় বলে খবর। বেশকিছু নথি উদ্ধার হয়েছে বলেও জানা যাচ্ছে।

প্রতারণার নয়া জাল ছড়িয়ে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। এক মহিলা ৪৭ লক্ষ টাকা খুইয়েছেন অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়। বাংলায় কয়েকশো ‘মিউল অ্যাকাউন্ট’-এর সন্ধান পায় ইডি।গত মাসেই ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর শিকার হন রামকৃষ্ণ মিশনের এক স্বামীজি। তদন্তে নেমে কলকাতা পুলিশ (KP) চিরাগ কাপুর ও যোগেশ দুয়ার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। জেরায় জানা যায় প্রতারণার জাল ছড়িয়েছে গোটা দেশে। এদিন সকালে দিল্লি ও কলকাতায় একযোগে চলে অভিযান। শহরের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রীটের (KK Tagore Street) বাসিন্দা কমল সিং-এর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় আধিকারিকরা। সিআরপিএফ দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। ইডি সূত্রে জানা যাচ্ছে, কমল সিংয়ের বাড়িতে চারজন মহিলা পেইনগেস্ট হিসেবে থাকছিলেন। ডিজিটাল অ্যারেস্টকাণ্ডে তাঁদের ঘরে ঢুকেই মূলত তল্লাশি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারির কোনও খবর মেলেনি।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–