বাংলা সহায়তা কেন্দ্রে তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সাধারণ মানুষের সুবিধার জন্য এবং সরকারি প্রকল্প নিয়ে কোনও রকম সমস্যা থাকলে তার সমাধানের জন্য এলাকায় এলাকায় সহায়তা কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে তিনি পরামর্শ দেন সমস্ত কেন্দ্রেই তথ্য লেখা থাকুক আঞ্চলিক ভাষাতেও। যাতে সমস্ত মানুষ তথ্য বুঝতে পারেন, সেই জন্যই এই নির্দেশিকা।

বাংলা সহায়তা কেন্দ্র(Bangla Sahayata Kendra) থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে কি না সেই বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে সেই জেলার সহায়তা কেন্দ্রগুলির হাল-হকিকত সম্বন্ধে জানতে চান তিনি। স্পষ্ট জানিয়ে দেন সহায়তা কেন্দ্রগুলি থেকে যেন যথাযথ পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে বিডিও, ডিএমদের নির্দেশ দিয়ে বলেন, তাঁদের এলাকার প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এছাড়াও সহায়তা কেন্দ্রের বাইরে বাংলা ভাষার পাশাপাশি সেই এলাকার স্থানীয় ভাষায় যাবতীয় তথ্য লিখে রাখতে হবে। সহায়তা কেন্দ্র থেকে মানুষ কী কী পরিষেবা পাবেন সে-বিষয়গুলি বড় বড় অক্ষরে স্থানীয় ভাষা এবং বাংলা ভাষায় লিখতে হবে কেন্দ্রের বাইরে। কেউ যদি কোনও বিষয় বুঝতে না পারেন তাঁকে সহজ ভাষায় তা বুঝিয়ে দিতে হবে। এছাড়াও প্রত্যেকটি সহায়তা কেন্দ্রে এবার থেকে মাইক্রোফোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কখনও কোনও রকম দুর্যোগ হয় তাহলে যেন সহায়তা কেন্দ্র থেকে তৎক্ষণাৎ মাইক্রোফোনের মাধ্যমে তা ঘোষণা করা হয়। বিডিও, আইসি এবং ডিএমদের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) জানান, সহায়তা কেন্দ্রকে সাথে নিয়ে প্রচার করুন। মানুষের কোনও অসুবিধা থাকলে তাঁদের বলুন সহায়তা কেন্দ্রে এসে সেই সমস্যা বলতে। মানুষকে সাহায্য করুন এতে আশীর্বাদ পাবেন।

spot_img

Related articles

রাজ্যের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা: খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

আরজিকরের ঘটনার পরে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমূল পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ব্যবস্থা থেকে সাধারণ নিরাপত্তা...

SIR-এ ভিন রাজ্যে থেকেও নাম তোলা যাবে: পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা!

গোটা দেশের বিরোধী দলগুলির প্রবল সমালোচনার মুখে পড়ে ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া দেশ জুড়ে চালু...

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...