গ্রিসে (greece) ভয়াবহ ভূমিকম্প। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূল কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.০। জারি হয়েছে সুনামির সতর্কতাও। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার।

ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের তীব্রতার কারণে তুরস্ক, লেবানন, মিশর ও ইজরায়েলে অনুভূত হয় কম্পন। এর জেরে সম্ভাব্য সুনামির সম্ভাবনার কারণে বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

এর আগে ১৩ মে গ্রিসের (greece) কাসোস দ্বীপের কাছে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

_

_
_

_
_

_

_

_

_

_

_
