Friday, May 23, 2025

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

Date:

Share post:

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে(Prasun Banerjee) দেবাশিস দত্তের(Debashis Dutta) নির্বাচনী প্রচারে দেখার পর শুরু হয়েছে এমনই কানাভুষো। অবেকেই তাঁকে দল বদলু বলতে শুরু করেছে। হবে নাই বা কেন, কয়েকদিন আগেই তো তাঁকে বিরোধী গোষ্ঠির প্রচারের মঞ্চে দেখা গিয়েছিল। এবার আবার দেবাশিস দত্তের নির্বাচনী প্রচারে।

ময়দান এখন মোহনবাগানের নির্বাচন(Mohunbagan Election) নিয়ে সরগরম। সেখানেই যেন প্রাক্তন ফুটবল মহলও খানিকটা দ্বিধাবিভক্ত। কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে(Prasun Banerjee) দেখে ইতিমধ্যেই নানান কথাবার্তা শুরু হয়েছে। বিশেষ করে দেবাশিস দত্তের শিবিরে তাঁকে দেখার পর থেকেই দলবদলু কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এমন প্রশ্ন প্রসূনের কাছে গেলে খানিকটা এরিয়েই গিয়েছেন তিনি।

দেবাশিসের শিবিরে প্রসূনের আসার জন্য কিন্তু অন্য কথাই শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী নির্বাচনে জিত নাকি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জামাইকে পদ দেওয়া হতে পারে। আর সেই কারণেই নাকি এবার দেবাশিস দত্তের শিবিরে যোগ দিয়েছেন। আর তাতেই প্রসূনকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ।

যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে খানিকটা অন্যরকম কথাই। তাঁর মতে যারা কাজ করছেন তাদের দিকেই নাকি থাকতে এসেছেন তিনি। তাঁর তিনি মোহনবাগানে এসেছেন। দেবাশিসকে যাতে ধাক্কা না দেওয়া হয় তারও বার্তা দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...