আকাশ থেকে বিমান হুড়মুড়িয়ে আছড়ে পড়লো রাস্তায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বিমান থেকে জ্বালানির অংশ ছিটকে চারপাশের বাড়িতে আগুন লেগেগাড়ি, ক্ষতিগ্রস্ত বহু গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায় (Plane Crashes Into California)। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও পুলিশ। এখনও পর্যন্ত অফিসিয়ালি মৃতের সংখ্যা জানা যায়নি।

সূত্রের খবর মধ্য পশ্চিম থেকে বিমানটি আসছিল। হঠাৎ করে কীভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি সান ডিয়েগো পুলিশ। এই ধরনের বিমানের স্বাধীনতা ৮-১০ জনের বসার ব্যবস্থা থাকে। কিন্তু যেভাবে প্লেনটি রাস্তায় আটকে পড়েছে তাতে কতজনের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত তথ্য মেলেনি। বিমানের জ্বালানি রাস্তায় ছড়িয়ে পড়ায় বড় বিপদের আশঙ্কায় আশপাশ থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। অত্যন্ত তৎপরতার সঙ্গে দুর্ঘটনাস্থল থেকে জ্বালানি ও বিমানের ধ্বংসাবশেষও সরিয়ে দেওয়া হয়। ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। সহকারী দমকল বিভাগের প্রধান ড্যান এডি (Assistant Fire Department Chief Dan Eddy) জানিয়েছেন, বিমানটি বিদ্যুতের তারে আঘাত করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–