একজন মানুষের মৃত্যু হল ৩০ বার! মধ্যপ্রদেশে ১১ কোটির ‘ক্ষতিপূর্ণ’ কেলেঙ্কারি

Date:

Share post:

এক জীবনে মৃত্যু কতবার আসে? মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) দৌলতে এক ব্যক্তি ৩০ বার মারা গেলেন। সেরকমই একজন মহিলার মৃত্যু হল ২৯ বার, আর তার ক্ষতিপূরণ (compensation) বাবদ কয়েক কোটি টাকা চলে গেল সরকারি কেরানির পকেটে। মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের বড়সড় দুর্নীতির (scam) পর্দা ফাঁস করল কংগ্রেস।

মধ্যপ্রদেশের সিওনি (Seoni) জেলায় রমেশ নামে এক ব্যক্তিকে ৩০ বার মৃত দেখানো হলো। দ্বারকা বাই নামে এক মহিলাকে ২৯ বার এবং রাম কুমার নামে আরেক ব্যক্তিকে ২৮ বার মৃত দেখানো হয়েছে। সবটাই সাপে কেটে মৃত্যু। অর্থাৎ রাজ্যের তরফে ক্ষতিপূরণও সর্বোচ্চ। চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেলেন তাঁরা প্রত্যেকবার ‘মৃত্যু’র পর। এরকম ২৮০ জনকে তুলে নেওয়া হয়েছে ক্ষতিপূরণের (compensation) ১১.২৬ কোটি টাকা।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan), যিনি বর্তমানে কেন্দ্রের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, তাঁর আমলে এই বড়সড় দুর্নীতির তথ্য এবার সামনে এলো। শিওনি জেলার তৃতীয় শ্রেণীর সহকারি কর্মী শচিন দহায়ক এই দুর্নীতির মাস্টারমাইন্ড, বলে প্রাথমিকভাবে দাবী করা হয়েছে। তার আত্মীয়-স্বজনের ৪৭ টি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ক্ষতিপূরণের সব টাকা। দ্বারকা বাই নামে এক মহিলার সাপে কেটে মৃত্যু দেখানো হয়েছে ২৯ বার। প্রতিবার ৪ লাখ টাকা করে তার নামে সরকারি কোষাগার থেকে বেরিয়েছে। ১ কোটি ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ‘পেয়েছেন’ তিনি।

শিওনির (Seoni) অভিযুক্ত কেরানির কারচুপিতে ২৮০ জনকে সাপের কামড়ে মৃত দেখানো হয়েছে। এবং সেই মতো আদায় হয়েছে ক্ষতিপূরণের (compensation) টাকা। পুলিশি তদন্তে কেরানির শচিন দহায়ককে গ্রেফতার করা হয়। যদিও এরপরে কংগ্রেস প্রশ্ন তুলেছে, এত কোটি টাকার দুর্নীতি কিভাবে শুধুমাত্র একজন কেরানি করে থাকতে পারেন। এর পিছনে আরও বড়সড় চক্র রয়েছে বলে দাবি কংগ্রেসের।

spot_img

Related articles

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার...

কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান 

আফগানিস্তানের নতুন জলনীতি (Afghanistan new water policy) ঘিরে ফের আফ-পাক অশান্তির সুর। তালিবান প্রশাসন ঘোষণা করেছে কুনার ও...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

মহারাষ্ট্রে হাতে চিরকুট লিখে ‘আত্মঘাতী’ মহিলা চিকিৎসক: পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরব বঙ্গ বিজেপি!

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসকে(Lady Doctor)। ২ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ (Rape)...