Friday, August 22, 2025

দেশে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট! গুজরাট- -তামিলনাড়ু -দিল্লিতে বাড়ল সংক্রমণ

Date:

Share post:

ফিরছে পুরোনো আতঙ্ক, ভারতে মিলল কোভিডের (Covid 19) দুই নয়া ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১ ও এলএফ.৭ (NB.1.8.1 & LF.7)। গত এপ্রিলে কোভিডের এই নতুন স্ট্রেনে আক্রান্তের খবর মিলেছিল তামিলনাডুতে। এবারে মে মাসে এলএফ.৭-এর থাবা গুজরাটে। দেশে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪৭ জন, দিল্লিতে ২৩ এবং কেরালায় ২৭৩ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। শনিবার থানে এবং বেঙ্গালুরুতে একজন করে রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে দেশের স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)।

ইন্ডিয়ান SARS-CoV-2 জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) জানিয়েছে, করোনা ভাইরাসের এই দুটি ভ্যারিয়ান্ট একেবারে নতুন। এখনও পর্যন্ত এর বিপদজনক প্রভাব সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। যাঁরা নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তাঁদের হোম আইসোলেশনের চিকিৎসা চলছে। গত ২৪ ঘন্টায় দিল্লি, হরিয়ানা, কেরলা, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, বাংলায় নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে। রাজধানীতে একদিনে আক্রান্ত ২৩, যা গত তিন বছরের মধ্যে সর্বাধিক। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি প্রশাসন ফের জিনোম সিকোয়েন্সিং চালু করেছে। কাঁকুড়গাছি, মগরাহাটের তিনজন-সহ গত চব্বিশ ঘণ্টায় বাংলায় কোভিড ১৯- এ আক্রান্ত হয়েছেন ৪ জন। পরিস্থিতির দিকে লক্ষ্য রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের। কলকাতার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে এক প্রসূতির সংক্রমণ ধরা পড়েছে। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এক পনেরো বছরের কিশোর কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বলে খবর। তবে তাঁর অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। মগরাহাটে ২ কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায় তিনি কোভিড পজিটিভ। আইসোলেশনে এক সপ্তাহ রেখে আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তাঁর আর কোনও সমস্যা হয়নি।

অন্যদিকে মুম্বইয়েও (Mumbai) সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্রের থানেতে ১০ জন কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস-এ তিনজন রোগীর দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। দিল্লির মতো অন্ধ্রপ্রদেশ সরকারও ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...