বর্ষার আগেই প্রস্তুতি! উত্তরবঙ্গের নদী বাঁধে নজরদারি জোরদার করতে উদ্যোগী রাজ্য 

Date:

Share post:

বর্ষা আসার আগেই উত্তরবঙ্গের নদী বাঁধগুলিতে নজরদারি জোরদার করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সেচ দফতর গঠন করেছে ১২টি ক্যুইক রেসপন্স টিম (QRT)। বর্ষার সময় নদী বাঁধে ভাঙন বা ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলে এই বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডুয়ার্স ও সংলগ্ন অঞ্চলে ভুটান পাহাড় থেকে নেমে আসা একাধিক নদী বর্ষার সময় হঠাৎ জলস্ফীতির কারণে বিপজ্জনক হয়ে ওঠে। সমস্যা হল, রাজ্যের কাছে এই নদীগুলির জলস্তরের সঠিক ও নিয়মিত তথ্য নেই। বর্তমানে রাজ্যের সেচ দফতর কেবল তিনটি নদীর জলপ্রবাহের তথ্য সরাসরি পায়। বাকিগুলির ক্ষেত্রে ভুটানের তথ্যের উপর নির্ভর করতে হয়।

এই পরিস্থিতি বিবেচনায় রেখে সম্প্রতি ১৪ ও ১৫ মে ভুটানের পারোতে অনুষ্ঠিত ‘জয়েন্ট গ্রুপ অব এক্সপার্টস’ কমিটির বৈঠকে অংশ নেন রাজ্যের সেচ দপ্তরের দুই প্রতিনিধি। বৈঠকে ভুটান সরকারকে অনুরোধ জানানো হয়েছে, যেন আরও বেশি হাইড্রোলজিক্যাল যন্ত্র বসানো হয় এবং নদীগুলির জলস্তর ও বৃষ্টিপাতের তথ্য আগাম ভাগ করে নেওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত তথ্যের অভাবে ভাটির দিকে বসবাসকারী মানুষ সবসময়ই বিপদের আশঙ্কায় থাকেন। তাই রাজ্য সরকার কুইক রেসপন্স টিম পাঠানোর পাশাপাশি তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে উন্নত করার উপর জোর দিচ্ছে।

সেচ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “উত্তরবঙ্গের নদী বাঁধগুলিতে নিয়মিত নজরদারি চালানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যই এই টিম গঠন করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রযুক্তিগত সহায়তাও জোড়দার করা হবে।”

আরও পড়ুন – কালীঘাট থেকে গ্রেফতার বাংলাদেশি, রাজ্য পুলিশের কৃতিত্ব: দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...