Saturday, November 15, 2025

গুজরাটে মোদির রোড-শো: স্থান পেল কর্নেল সোফিয়া কুরেশির পরিবার

Date:

Share post:

বিজেপি নেতারা একের পর এক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা সেনাকর্তা সোফিয়া কুরেশিকে (Colonel Sofiya Qureshi) নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কিন্তু তাতেও নিজেদের কর্তব্যে অবিচল ভারতীয় সেনার কর্নেল ও তাঁর পরিবার। গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরে কখনই তাঁদের প্রতি তিক্ত ভাসনে বিরূপ প্রতিক্রিয়া দেখালেন না সোফিয়া কুরেশির পরিবার। উপরন্তু নিজেরা দাঁড়িয়ে থেকে প্রধানমন্ত্রীর রোড-শো (road show) থেকে পুষ্পবৃষ্টি করলেন।

গুজরাটের উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনে সোমবার নরেন্দ্র মোদি ঘটা করে রোড-শো আয়োজন করেন ভদোদরা (Vadodara) শহরে। অপারেশন সিন্দুর পরবর্তীতে গুজরাটের এই শহর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে বাড়ি ভারতীয় সেনাকে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির বাড়ি। ফলে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের সফরে প্রথমেই বেছে নেওয়া হয় এই শহরকে।

সেখানেই রোড-শো (road show) চলাকালীন উপস্থিত ছিলেন সোফিয়া কুরেশির (Colonel Sofiya Qureshi) পরিবার। কর্নেলের বাবা তাজ মহম্মদ কুরেশি, মা হালিমা কুরেশি, জমজ বোন সাইনা সুনসারা (Shayna Sunsara) ও ভাই সঞ্জয় কুরেশি উপস্থিত থেকে মোদির রোড-শোয়ের শোভা বাড়িয়ে তোলেন। প্রধানমন্ত্রীর গুজরাট সফরের অংশ হতে পেরে খুশির বার্তা দেন পরিবারের সদস্যরাও।

কর্নেলের বোন সুনসারা (Shayna Sunsara) জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা খুবই গর্ব ও আনন্দের ব্যাপার। এটা একটা বিশেষ মুহূর্ত যা সবাই প্রত্যক্ষ করার সুযোগ পায় না। যখন প্রধানমন্ত্রী চলে গেলেন তখন সমগ্র জনতা জাতীয়তাবাদী স্লোগানে ভরিয়ে তুলল গোটা এলাকা, যা দেশের প্রতি তাঁদের বাস্তবিক ভালবাসা ও গর্বের প্রমাণ।

ভারতকে গর্ব এনে দেওয়া সোফিয়ার বাবা তাজ মহম্মদ জানান, এটা খুবই আনন্দের যে প্রধানমন্ত্রী আমাদের চিনতে পেরেছেন এবং সম্ভাষণ করেছেন। দিদি সোফিয়াকে দেশের কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানান সোফিয়ার ভাই সঞ্জয় কুরেশি।

spot_img

Related articles

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...