এবার দিল্লিতে SSC আন্দোলন: রিভিউ পিটিশনের খসড়ায় সন্তুষ্ট শিক্ষকদের দাবি ‘রিপ্যানেলিং’

Date:

Share post:

নতুন করে কোনও পরীক্ষায় বসবেন না। OMR শিটের ভিত্তিতে পুনর্বহালের দাবিতে এবার দিল্লিতে আন্দোলন করতে চান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সোমবার, শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে টানা দু’ঘণ্টা ধরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা দাবি জানান, CBI যে OMR শিট উদ্ধার করেছে, তার উপর ভিত্তি করেই ‘রিপ্যানেলিং’ (Repaneling) করতে হবে। তাঁরা অভিযোগ করেছেন, আদালত তাঁদের প্রতি সুবিচার করেনি। বারবার আন্দোলন করেও চাকরিহারা শিক্ষকরা সরকারের থেকেও কোনরকম আশার আলো দেখতে পাচ্ছেন না। তাই এবার দিল্লিতে (Delhi) গিয়ে আন্দোলন করবেন বলে জানান তাঁরা।

SSC-র ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীকে। নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু চাকরিহারাদের একাংশ নতুন কোনও পরীক্ষা দিতে রাজি নন। তাঁদের যুক্তি, পূর্ববর্তী ওএমআর শিটেই রয়েছে প্রকৃত উত্তীর্ণদের প্রমাণ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ছিল, এই তথ্য সামনে এলেই প্রকৃত বিচার সম্ভব হবে।
আরও খবর‘ভুয়ো’ সংস্থার নামে বাঁকুড়ায় বাসিন্দাদের তথ্য সংগ্রহ! ধৃত ৫, ফের সতর্ক করলেন কুণাল

এদিন বিকাশ ভবনে হওয়া বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই বিষয়গুলি প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার যে রিভিউ পিটিশনের খসড়া সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে, তাতে আপাতত তাঁরা সন্তুষ্ট। তবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাঁদের অবস্থানে অটল। তাঁরা জানান, “পরীক্ষা নয়, পুনর্বহাল চাই।” এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই। মেধার বিচারে চাকরি পেয়েছি। নথি যাচাই হয়েছে বহুবার। রিভিউর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক। যদি এবার তা না হয় তাহলে এই আন্দোলন শুধু কলকাতাতেই থেমে থাকবে না, এবার দিল্লিতেও।”

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...

পোষ্য বিড়ালকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, সরব সুদীপা, ধুন্ধুমার কুঁদঘাটের চণ্ডীতলায়

টালিগঞ্জের (Tollygunge) চন্ডী ঘোষ রোড, এলাকার একটি বাড়িতে সারমেয়েদের এবং বিড়ালদের, আগলে রাখার ও দেখভাল করানোর নামে অকথ্য...