Monday, August 25, 2025

ধর্ম মানে মানবিকতা-বিবেক: শীতলাপুজোয় বাংলার সর্বধর্ম সমন্বয়ে ছবি তুলে ধরে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শীতলাপুজোর অনুষ্ঠানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধেয় ভবানীপুর কাঁসারি পাড়ায় গুরুদ্বার-লাগোয়া দীর্ঘদিনের পুরোনো শীতলা মন্দিরে যান মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। মুখ্যমন্ত্রীর কথায়, ”ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি।”

নিজের এলাকার এই পুজোয় গিয়ে পুরনো দিনের কথা মনে করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”এখানে আমি একটা English Medium স্কুল করে দিয়েছি। সেখানে আমি ছোটবেলায় পড়াতাম। এখানে প্রত্যেকটা অলিগলি আমার পরিচিত। এই রাস্তার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এখানে গুরুদ্বার, মন্দির, মসজিদ- সব রয়েছে। এখানে পিজির মতো বড় হাসপাতাল আছে।”

এর পরেই বাংলার সর্ব ধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ”প্রত্যেক পাড়াতেই শীতলাপুজো হয়। আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। সব জায়গার একটা লোকাল ভাষার টান আছে। আমি বীরভূমে যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার ভাষা আর বাঁকুড়ার ভাষার টান অনেকটা একরকম। মেলা থেকে শুরু করে খেলা- সবই আমাদের পার্বণ উৎসবের মধ্যে পড়ে। এখানে মহিলারা দুর্গাপুজো করে, আমি আসি। এখানে আড়াই হাজার লোক দণ্ডী কাটে। আমাকে মন্দিরটি খুব আকর্ষণ করে, আমি মাঝেসাজে সুযোগ পেলেই এখানে চলে আসি। বছরে ৪-৫ বার এখানে আসি। মন্দির নিয়ে একটা দুটো আক্ষেপ ছিল সেগুলো হয়ে গেছে তাতে ওরা খুশি। পাশে একটা ক্লাবও করে দেওয়া হয়েছে।”

ধর্ম সম্পর্কে মমতা (Mamata Banerjee) বলেন, ”ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি।” তাঁর কথায়, মানুষের জীবনে কখনো কখনো ভালো খারাপ সময় আসে। সবকিছুকে মানিয়ে চলতে হয়। জীবন কখনো থেমে থাকে না। তাঁর ভাষণে উঠে এসেছে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। রামকৃষ্ণের কথা এখনও মেনে চলেন সকলেই। এর থেকে শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে। মা সকলকে ভালো রাখুন। নতুন করে কোনও ব্যধি কারও জীবন যেন কেড়ে না নেয়। দাঙ্গা সন্ত্রাস সবকিছু থেকে মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শান্তির বার্তা বহন করে মা শীতলা।
আরও খবর: নিরাপত্তার স্বার্থে পাশে থাকলেও কুৎসা করলে কড়া জবাব: মোদিকে পাল্টা তোপ কুণালের

সবাইকে ভালো কাজে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”কাজকর্মের মধ্যে থাকলে মানুষ ভালো থাকো। আর কাজকর্ম না থাকলে উল্টোপাল্টা মাথায় চিন্তা ঢুকবে। আর সেগুলো ধ্বংস করবে ব্রেনটাকে। কাজ কর্মের মধ্যে থাকলে মাথায় কোন উল্টোপাল্টা চিন্তা আসবে না কখনো মানুষের জীবনে খারাপ সময় আসে এবং কখনো ভালো সময় আসে। জীবন কখনো থেমে থাকে না। কখনো কষ্ট আসবে কখনো দুঃখ আসবে।”

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...