রেলস্টেশনে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা রিল্স বানানো এখন অনেকের কাছে সোশ্যাল মিডিয়ার ‘ট্রেন্ড’। তবে এই অভ্যাস এবার বড়সড় বিপদ ডেকে আনতে পারে। পূর্ব রেল জানিয়ে দিয়েছে, রেলস্টেশন, প্ল্যাটফর্ম বা রেলের পরিকাঠামোর ভিডিও বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। জ্যোতি মালহোত্রা নামে এক ইউটিউবারের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ওঠার পরই কড়া অবস্থানে গিয়েছে রেল।

জানা গেছে, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি। তদন্তে উঠে এসেছে, কলকাতা, হাওড়া ও শিয়ালদহ-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের ভিডিয়ো তুলে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন তিনি। তদন্তকারীরা এখনও নিশ্চিত না হলেও খতিয়ে দেখা হচ্ছে, এসব ভিডিওর আড়ালে কোনও ষড়যন্ত্র ছিল কি না।

এই ঘটনার পরই রেল কর্তৃপক্ষ দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নজরদারি বাড়িয়েছে। বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “রেলের পরিকাঠামো, সিগন্যালিং বা নিরাপত্তা সংক্রান্ত কোনও কিছু ভিডিওতে উঠে এলে তা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই সাধারণ নাগরিক, ইউটিউবার বা ভ্লগারদের স্টেশনে ভিডিও তোলা নিষিদ্ধ। সংবাদমাধ্যমের ক্ষেত্রে আলাদা অনুমতির প্রয়োজন হয়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিওগ্রাফি কোনওভাবেই অনুমোদিত নয়।”

রেল সূত্রে আরও জানানো হয়েছে, এত দিন এই নিয়ম কিছুটা শিথিলভাবে মানা হলেও, এখন থেকে নিয়ম ভাঙলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে। হতে পারে জরিমানা, এমনকি গ্রেফতারও।

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ‘কনটেন্ট’ তৈরির ঝোঁক যদি স্টেশনে গিয়ে ক্যামেরা অন করার সিদ্ধান্তে পরিণত হয়, তবে ভবিষ্যতে হতে পারে আইনত বিপাকে। পূর্ব রেলের কড়া মনোভাব থেকে স্পষ্ট, এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – প্যান্ট খুলে ঋতুস্রাবের প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয়! চিনে ছাত্রীর সঙ্গে অপমানজনক আচরণে বিতর্ক তুঙ্গে

_

_

_

_

_
_
_
_
_