Wednesday, August 20, 2025

টেস্ট দলের অধিনায়ক হতে চান রবীন্দ্র জাদেজা!

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে এবার শুভমন গিলের(Shubman Gill) কাঁধে। সেই সময়ই মনের কথা আর চেপে রাখতে পারেননি ভারতীয় দলের আরেত তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja)। না ক্ষোভ নেই, তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা যে রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) মনের মধ্যে এখনও রয়েছে তা কার্যত স্পষ্ট। সেই কথাই এক সময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে জানিয়ছেন স্যার জাড্ডু।

রোহিত শর্মা, বিরাট কোহলির(Virat Kohli) পর এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের নাম রবীন্দ্র জাদেজা। নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেন রবীন্দ্র জাদেজা। সরাসরি না বললেও রোহিত পরবর্তী অধিনায়ক হওয়ার ক্ষেত্রে যে খানিকটা হলেও আশাবাদী ছিলেন জাদেজা তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে আশাহতও হয়েছেন তিনি।

ভারতীয় দলের হয়ে সবই পেয়েছেন তিনি। জাদেজার প্রাপ্তির তালিকাকে শুধু একটাই জিনিস অধরা রয়েছে। আর তা হল ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব। এখনও পর্যন্ত কখনোই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করতে দেখা যায়নি তাঁকে।

অশ্বিনকেই সেই কথা জানিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি জানিয়েছেন, “একটাই স্বপ্ন অধরা রয়েছে। সেটা হল টেস্ট অধিনায়কত্ব। আমি সবকিছুই প্রায় পেয়েছি, শুধুমাত্র ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব হওয়াটা বাদ দিয়ে”।

জাদেজা আরও জানিয়েছেন, নেতৃত্ব এমন একটা জিনিস, “যেটা সময়ের সঙ্গে সঙ্গে শিখতে হয়। তবে আমি বিশ্বাস করি যে একজন অভিজ্ঞ ক্রিকেটার সবসময়ই ম্যাচের পালস বুঝতে পারে”।

জাদেজার এমন মন্তব্য যে অনেক কিছুই ইঙ্গিত দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সরাসরি না বললেও, শুভমন গিলের অধিনায়ক হওয়ার ব্যপারটা যে জাদেজা খুব একটা ভাল ভাবে নেননি তা বলাই যায়। যদিও রবীন্দ্র জাদেজার অধিনায়ক হিসাবে রেকর্ড কিন্তু খুব একটা ভাল নয়। দুই মরসুম আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু সেখানে সাফল্য পাননি তিনি।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...