জাকার্তায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধা অভিষেকের, PBNU চেয়ারম্যানকে বাংলায় আমন্ত্রণ

Date:

Share post:

বিদেশের মাটিতেও ভারতের মনীষীদের শ্রদ্ধা জানাতে ভোলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিশ্ববাসীকে জানাতে বিভিন্ন দেশে যাচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে ইন্দোনেশিয়ায় রয়েছেন অভিষেকরা। সেখানেই শুক্রবার মহাত্মা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যানকে ভারতে এসে রাজ্যে আসার আমন্ত্রণ জানা অভিষেক।

পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে সফর করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন জাকার্তায় মহাত্মা গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানা অভিষেক। পরে গান্ধী মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেন ও গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন, ”আজ, জাকার্তায় গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল পরিদর্শন এবং জাতির পিতার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের সৌভাগ্য আমার হয়েছে। গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সাথেও আমাদের মনোমুগ্ধকর মতবিনিময় হয়েছে। গান্ধীজির সত্য, অহিংসা ও সহনশীলতার বার্তা মানবতার জন্য একটি পথপ্রদর্শক আলো যা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি নয়, নৈতিক সাহসই প্রকৃত নেতৃত্বকে সংজ্ঞায়িত করে। ক্রমবর্ধমান সংঘাতের ছায়ায় আচ্ছন্ন বিশ্বে তাঁর আদর্শ আমাদের কেবল সান্ত্বনাই নয়, দিক নির্দেশ করে।”

জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধি দল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। টোকিওতেও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রতিনিধি দলের যাত্রা।

এদিন নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যান কে এইচ উলিল আবশর আবদাল্লাকে বাংলায় আসার আমন্ত্রণ জানান অভিষেক। তিনি বলেন, ভারতে এলো অবশ্যই পশ্চিমবঙ্গে আসবেন।

এর আগে টোকিতে গিয়েও কলকাতার দুর্গাপুজোয় আমন্ত্রণ জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “টোকিও-তে এসে এঁদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। আমি সবাইকে দুর্গাপুজোয় আসার জন্য অনুরোধ জানিয়েছি, আবেদন জানিয়েছি।“

spot_img

Related articles

সময়সীমা পার: বিজেপির সরকার বাংলাদেশ থেকে ফেরালো না বাঙালিদের, সরব তৃণমূল

আদালতের নির্দেশ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালিদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলা...

পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু, বক্স খাটে মিলল যুবকের পচাগলা দেহ

শুক্রবার সকালে পার্ক স্ট্রিটের (Park Street in Kolkata) একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের পচাগলা দেহ।...

কারখানার শৌচালয়ে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

শৌচালয়ে উদ্ধার রক্তাক্ত দেহ! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (narendrapur at south 24 parganas) এক পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার...

কুনার নদীতে বাঁধ তুলছে আফগানিস্তান! উদ্বেগে পাকিস্তান 

আফগানিস্তানের নতুন জলনীতি (Afghanistan new water policy) ঘিরে ফের আফ-পাক অশান্তির সুর। তালিবান প্রশাসন ঘোষণা করেছে কুনার ও...