২ বছর আগে মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিরোনামে উঠে আসেন কাটোয়ার দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। এবার সর্বভারতীয় জয়েন্টে (অ্যাডভান্স) মেয়েদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। সোমবার সর্বভারতীয় জয়েন্টের (অ্যাডভান্স) ফল প্রকাশিত হয়েছে। প্রথম হয়েছেন IIT দিল্লি জোন থেকে রাজিত গুপ্ত। ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৩২। অন্যদিকে, ৩১২ পেয়ে মেয়েদের মধ্যে প্রথমস্থান অধিকার করেছেন দেবদত্তা। সর্বভারতীয় স্তরে কমন র্যাঙ্ক লিস্টে ১৬ নম্বরে স্থানে রয়েছেন তিনি।

২০২৩ সালে কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়ে ৭০০-র মধ্যে ৬৯৭ পেয়ে প্রথম হয়েছিল তিনি। সেই সময়েই তিনি তাঁর লক্ষ্য স্থির করে ফেলেন। চলতি বছর উচ্চমাধ্যমিকে ৫০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২, মেধাতালিকায় স্থান ষষ্ঠ। জয়েন্ট (মেনস) পরীক্ষার দ্বিতীয় ভাগে ১০০ শতাংশ নম্বর পেয়েছিলেন দেবদত্তা (Debdatta Majhi)। এবার আবারও নজিরবিহীন তিনি।

প্রথমদিকে আইআইটি-তে পড়ার স্বপ্ন থাকলেও জয়েন্টের রেজাল্ট দেখে দেবদত্তা মতবদল করেছেন। এখন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISC-তে ভর্তি হতে চান দেবদত্তা। লেখাপড়া করতে চান মহাকাশ বিজ্ঞান নিয়ে।

–

–

–

–

–

–

–
–
–
–