ফাইনালের আগেই আরসিবি শিবিরে যোগ দিলেন ফিল সল্ট

Date:

Share post:

ফাইনালে রয়্যাল পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে নামার আগেই স্বস্তি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) শিবিরে। ফাইনালের দিন সকালেই বিরাট কোহলিদের(Virat Kohli) শিবিরে যোগ দিলেন ফিল সল্ট(Phil Salt)। স্ত্রী সন্তান সম্ভবা। ফাইনালে ওঠার পরই দেশে ফিরে গিয়েছিলেন। সন্তান হওয়ার সময়টায় স্ত্রীয়ের পাশে থাকতে চেয়েছিলেন। সন্তান হওয়ার পরই ফের ক্রিকেটের বাইশগজে ফিরে এলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ফিল সল্ট(Phil Salt)। ওপেনিংয়ে তাঁতে পেয়ে যে আরসিবিও আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) হয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন ফিল সল্ট(Phil Salt)। প্রতি ম্যাচেই ওপেনিংয়ে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং বারবার আরসিবিকে(RCB) এনেকটা এগিয়ে দিয়েছে। ফাইনালের মঞ্চেও সল্ট যে আরসিবিকে একটা আলাদা গতি এনে দেবেন তা বলার অপেক্ষা রাখে না।

আরসিবির ফাইনালে পৌঁছনোর পিছনেও এই সল্টের কিন্তু অনেক অবদান। তাঁর হাত ধরেই ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম প্লে অফে এই পঞ্জাব কিংসের বিরুদ্ধেই অর্ধশতরানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ফিল সল্ট। ফাইনালেও সেই পঞ্জাব কিংসই বেঙ্গালুরুর সামনে।

এবারের আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই ১২ ম্যাচে ৩৮৭ রান করে ফেলেছেন ফিল সল্ট। সেইসঙ্গে চারটি অর্ধশতরানও রয়েছে এই তারকা ব্রিটিশ ক্রিকেটারের ঝুলিতে। এবার শেষ লড়াই। সেখানেও ফিল সল্ট ফের একবার জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

যত কাণ্ড কোটলাতেই। আহমেদাবাদে আড়াই দিনেই জয় হাসিল করেছিল ভারত। কিন্তু দিল্লিতে মন্থর পিচে জয় ভারতের দুয়ারে এসেও...