রাজ্য পুলিশে বড়সড় রদবদল। মঙ্গলবার নবান্ন থেকে জারি হল একাধিক আইপিএস অফিসারের বদলির নির্দেশিকা। পুলিশের শীর্ষপদে বসানো হয়েছে নতুন মুখ।

ডিজি, হোম গার্ডস পদে থাকা সঞ্জয় সিং-কে পাঠানো হয়েছে ডিজি, সাইবার সেল-এর দায়িত্বে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেলেন অজয় মুকুন্দ রানাডে।হরি কিশোর কুসুমাকর সাইবার সেল থেকে সরে গিয়ে দায়িত্ব নিচ্ছেন কোস্টাল সিকিউরিটির। দময়ন্তী সেন-কে এ ডিজি পদে নিয়োগ করা হয়েছে।

বিনীত কুমার গোয়েল থাকছেন এসটিএফ-এর দায়িত্বে, তবে পাশাপাশি তিনিই সামলাবেন এডিজি প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব। আনন্দ কুমার থাকবেন আগের পদে, সঙ্গে থাকছে পলিসি বিভাগে অতিরিক্ত দায়িত্ব। সিআইডি-র শীর্ষকর্তা শঙ্খ শুভ্র চক্রবর্তীর হাতেও যোগ হচ্ছে নতুন দায়িত্ব—আইজিপি, সাইবার সেল।

আরও পড়ুন – প্রযুক্তির হাত ধরেই বদলাচ্ছে নির্বাচন কমিশন! এবার ভোটগ্রহণের পরেই জানা যাবে ভোটের হার

_

_

_

_

_

_

_
_
_
_
_