Sunday, August 24, 2025

হারের হ্যাট্রিক, বিধানসভা ভোটের আগে কিরীটেশ্বরীর দ্বারে সিপিএমের যুব নেতা শতরূপ!

Date:

Share post:

EVM-এ ভোট নেই। কোনও ইস্যুতেই আন্দোলন সংগঠিত করতে পারছে না সিপিএম। এখন বুঝায় তাই দেব-দ্বিজে ভক্তি জেগেছে ‘চির পুজো বিরোধী’ বামেদের। সেই কারণেই কি মুর্শিদাবাদের কিরীটেশ্বরীর দ্বারে সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষ? পুজো নিয়ে সিপিআইএম-এর যতই ছুৎমার্গ থাক নিজের ভ্লগ-এর রিচ বাড়াতে সেই কালীমায়ের পায়ের তলায় শতরূপ। তাঁর ইউটিউব চ্যানেলে এই কনটেন্ট দেখা যাচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’।

বরাবরই পুজো বা ধর্মচর্চা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে বামেরা। পুজো মণ্ডপের সামনে বুক স্টল দিলেও সরাসরি পুজোর সঙ্গে যুক্ত হন না সিপিএম নেতৃত্ব। তাহলে হঠাৎ কিরীটেশ্বরীতে কেন শতরূপ! তিনবার ভোটে দাঁড়িয়েও শিকে ছেঁড়েনি। এখন সাংবাদ মাধ্যমে সন্ধেবেলা শুধু তাত্ত্বিক বুলি আওড়ান এই যুব নেতা। তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেল আছে- নাম ‘শতরূপ’স ভ্লগ’। এবার সেই চ্যালেনের জন্য তিনি বিখ্যাত মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দিরে পৌঁছে গিয়েছেন।

কিরীটেশ্বরীকে অনেকে একান্ন পীঠের অংশ বলেন। তবে মুকুটের অংশ পড়েছিল, দেহের কোনও অংশ পড়েনি বলে কথিত থাকায় অনেকেই সেটা মানেন না। একে উপপীঠ হিসেবে আখ্যা দেওয়া হয়। ১১৭৭ বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত তীর্থ মঙ্গলকাব্যে কিরীটেশ্বরীর উল্লেখ রয়েছে। এবার সেখানে হাজির বামেদের কচি নেতা।

তিনটি বিধানসভা নির্বাচনে একটিতেও জয়লাভ করতে পারেননি শতরূপ। হারের হ্যাট্রিকের পরে এবার কি তাহলে ভোট বাক্সের খরা কাটাতেই মা কিরীটেশ্বরী স্মরণে! যাতে তিনি একটু মুখ তুলে তাকান। সেই তথ্য অবশ্য পাওয়া যায়নি।

অনেকের মতে, আবার নিজের ভ্লগের রিচ বাড়াতে শতরূপের এই ভক্তি ভাব। কারণ বামেদের তত্ত্বকথা দিয়ে আর কারও মন ভরানো যাচ্ছে না। সেই কারণেই এবার ঠাকুর-দেবতার মাহাত্ম্য প্রচারে মন দিয়েছেন সিপিএমের এই যুবনেতা। এখন দেখার বিষয় আসন্ন বিধানসভা নির্বাচনে কিরীটেশ্বরীর আশীর্বাদে বামেদের শূন্যে খরা কাটে কি না।

আরও পড়ুন – ১৭ বছর পরে দেশে জনগণনা, দিন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...